Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষনের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন!

রাঙামাটি থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ৩:০০ পিএম

রাঙামাটিতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামি লংগদু উপজেলার করল্যাছড়ি আর,এস,উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদন্ড ভোগ করতে হবে আসামিকে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক এ,ই,এম,ইসমাইল হোসেন এ রায় দেন।

জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২০ সালে স্কুল ছাত্রী ছাগল খুঁজতে বের হলে স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুর রহিম তাকে লেবু দেবার কথা বলে ডেকে নিয়ে গিয়ে স্কুলের ছাত্রাবাসে ধর্ষন করে। বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিতে থাকে। পরবর্তীতে ঘটনার ৯ দিন পর ০৫ অক্টোবর ২০২০ তারিখ পরিবারের পক্ষ থেকে লংগদু থানায় ধর্ষন মামলা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন কারাদন্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ