Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মুম্বাইয়ে ডিজেলের দাম সেঞ্চুরি হাঁকাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

পেট্রোলের পর এবার ডিজেলের দামও সেঞ্চুরি হাঁকাল। ভারতের প্রথম মেট্রো শহর হিসেবে মুম্বাইয়ে ডিজেলের দাম লিটার প্রতি একশো টাকা ছাড়িয়ে গেল। গতকাল পেট্রোলের দাম লিটার প্রতি ৩০ পয়সা ও ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে যাওয়ায় আরব সাগরের তীরে গাড়িতে ডিজেল ভরতে হলে গুণতে হচ্ছে সেঞ্চুরি রেট। এ নিয়ে টানা পাঁচদিন দেশে জ্বালানী তেলের দাম বাড়ল। মুম্বাইয়ে এখন এক লিটার ডিজেলের দাম ১০০.২৯ টাকা। আর পেট্রোলের দাম ১০৯.৮৩ টাকা। সেখানে কলকাতায় এখন লিটার প্রতি ডিজেলের দর বেড়ে হল ৯৫.৫৮ টাকা। কলকাতাতেও আগামী দিনে পেট্রোলের মত ডিজেলের দরও সেঞ্চুরি করলে অবাক হওয়ার থাকবে না। গতকাল কলকাতায় পেট্রোলের দর বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৪.৫২ টাকা। এটাই সর্বকালীন সর্বোচ্চ দর। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দর ১০৩.৮৪ টাকা ও ডিজেলের দর ৯২.৪৭ টাকা। সূত্র : লেটেস্ট লি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ