নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লিওনেল মেসি জানিয়েছেন এবারের ব্যালন ডি'অরে নিজের পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে ভোট দিবেন। ফরাসি সংবাদমাধ্যম লে'কুপের সঙ্গে এক সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন মেসি। যদিও মেসি নিজেই সপ্তমবারের মতো ব্যালন ডি অর জেতার ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন।
করোনার কারণে গত বছর ব্যালন ডি অরের অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। এক বছর বাদে আবার বিশ্বের সেরা ফুটবলারের হাতে তুলে দেয়া হবে পুরষ্কার। যার জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রেঞ্চ ফুটবল।
এই তালিকায় মেসি, নেইমার, এমবাপ্পে ও ডোনারুম্মা সবাই আছে। তবে ব্যালন ডি অর জেতার ক্ষেত্রে এগিয়ে আছেন মেসি, রবার্ট লেভানদোস্কি ও জর্গিনহো।
কিন্তু মেসি জানিয়েছেন তিনি তার ভোটগুলো দেবেন নেইমার ও এমবাপ্পেকে। যদিও এ দুজনের কেউই গত মৌসুমে কোন শিরোপা জিততে পারেননি। লে'কুপের সঙ্গে মেসি বলেন, 'অবশ্যই আমার দলে যে দুজন আছে নেইমার, এমবাপ্পে তাদেরকে আমার ভোটটি দেব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।