Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তবুও ফাইনালের আশায় ব্রুজোন

ক্লান্তির কাছে হেরে গেছে বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

টানা দুটি ম্যাচে দারুণ পারফরম্যান্সের পর আগের দিন মালদ্বীপের কাছে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে সমান তালে লড়াই করলেও ধীরে ধীরে ম্যাচটি হাত থেকে ফসকে যায় তাদের। আর এমন হওয়ার ম‚ল কারণ ক্লান্তিই ছিল বলে মনে করেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। টানা ম্যাচ খেলার কারণে শক্তিতে পার্থক্য তৈরি হয়েছে বলে ইঙ্গিত দেন এ কোচ।

গতপরশু রাতে মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিরতির পর হামজা মোহামেদ মালদ্বীপকে এগিয়ে দেওয়ার পর সফল স্পটকিকে ব্যবধান বাড়ান গোটা ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখানো আলী আশফাক। ক্লান্তিকে একটা কারণ হিসেবে উল্লেখ করলেও হারের জন্য কোনো অজুহাত দেখাননি ব্রুজোন, ‘প্রথমত, আমি মালদ্বীপকে অভিনন্দন জানাতে চাই। তারা আজ রাতে ভালো ছিল এবং আমাদের জন্য কোনো কিছুই কাজ করেনি। ৯০ মিনিট জুড়ে মালদ্বীপ ভালো ছিল এবং মূল পার্থক্য ছিল শক্তিতে। মালদ্বীপ আমাদের চেয়ে অনেক বেশি উদ্যমী ছিল কারণ তারা তাদের শেষ ম্যাচটি পাঁচ দিন আগে খেলেছিল যেখানে আমরা ৭২ ঘণ্টায় ব্যাক টু ব্যাক ম্যাচ খেলেছি। তাই উচ্চ প্রত্যাশা সত্তে¡ও আমরা আমাদের মোমেন্টাম বজায় রাখতে পারিনি।’

নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে নামার আগে পাঁচ দিন বিশ্রাম পাচ্ছে বাংলাদেশ। সে ম্যাচে আরও উদ্যমী হয়ে মাঠে নামার প্রত্যয় দেখালেন এ স্প্যানিশ কোচ, ‘পরের ম্যাচে (পাঁচ দিনের বিরতির পর) আমরা ফ্রেশ হয়ে আসব। আমি আশা করি নেপালের বিপক্ষে এই শক্তি আমাদের পাশে থাকবে। এছাড়াও, আমাদের এখনও ফাইনালে খেলার সুযোগ রয়েছে। ফাইনালে খেলার যোগ্যতা অর্জনের জন্য আমাদের আরও একটি বুলেট বাকি আছে।’

দ্বিতীয়ার্ধে নিজেদের কৌশলে কিছুটা পরিবর্তন এনেছিলেন বলেই জানালেন ৪৪ বছর বয়সী ব্রুজোন, ‘দ্বিতীয়ার্ধে, আমরা ফর্মেশন পরিবর্তন করেছিলাম। আমরা আরও আক্রমণ চালানোর চেষ্টা করেছি এবং মালদ্বীপ ৪-২-৪ পদ্ধতিতে খেলেছে এবং তারা স্বাচ্ছন্দ্যেই খেলেছে। প্রথমার্ধে আমাদের ডিফেন্স ছিল সর্বোচ্চ তবে যদিও বাঁ দিকে আমাদের কিছু সমস্যা ছিল, তারা প্রথমার্ধে একটি সুযোগও তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে তারা দুর্দান্ত ছিল এবং গতি বাড়িয়েছিল এবং ম্যাচটি ধীরে ধীরে আমাদের হাত থেকে চলে যায়।’ আর এই পরিবর্তনের কারণটাও ব্যাখ্যা করেছেন কোচ, ‘প্রথমার্ধ ছিল ৫০-৫০। মিডফিল্ডে কিছু কৌশলগত পরিবর্তন ছিল এবং আমরা তাদের সব খেলোয়াড়কে ভালোভাবে ধরে রেখেছিলাম। ছেলেরা প্রথম গোলটি খাওয়ার পর বুঝে উঠতে পারছিল না কি করবে তাই আরো আক্রমণ করার জন্য আমি কিছু খেলোয়াড় বদলে ফর্মেশন পরিবর্তন করার চেষ্টা করি। কিন্তু মালদ্বীপ আজ (পরশু) রাতে ভাল ছিল।’

ম্যাচে ৩০টি ফাউল করে ৫টি হলুদ কার্ড দেখেছেন বাংলাদেশের ফুটবলাররা- ইয়াছিন আরাফাত, ইব্রাহিম, তারিক, জামাল, জুয়েল রানা। ব্রুজোন নিজেও দেখেছেন হলুদ কার্ড। ফলে তার মেজাজটা এমনিতেই বিগড়ে ছিল। তবে নিজেদের ভুলভ্রান্তির সঙ্গে বাংলাদেশ কোচ কাঠগড়ায় তুলেছেন ইরাকের রেফারি ইউসুফ সাইদ হাসানকেও। ক্ষুব্ধ কণ্ঠে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘রেফারি প্রথম মিনিট থেকেই পক্ষপাতদুষ্ট ছিল। এই রেফারিকে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া উচিত।’

শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু। ভারতের সঙ্গে ১০ জন নিয়েও ড্র। স্বাগতিক মালদ্বীপের কাছে হার। ৩ ম্যাচে ৪ পয়েন্ট। ফাইনালে ওঠার সম্ভাবনা এখনো আছে বাংলাদেশের। ১৩ অক্টোবর শেষ ম্যাচে হারাতেই হবে নেপালকে। সে ম্যাচে ড্র করলে কোনো সম্ভাবনা থাকবে না লাল-সবুজের। বাংলাদেশ কোচ সেটা মনে করিয়ে দিয়ে আশার গানই গাইলেন সংবাদ সম্মেলনের শেষ দিকে, ‘আমরা ১৬ অক্টোবরের ফাইনাল খেলতে চাই। নেপালের বিপক্ষে আমরা জিতব, আশা করি।’ সেদিকেই এখন তাকিয়ে বাংলাদেশ।


পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার ড্র পয়েন্ট
নেপাল ২ ২ ০ ০ ৬
বাংলাদেশ ৩ ১ ১ ১ ৪
মালদ্বীপ ২ ১ ১ ০ ৩
ভারত ২ ০ ০ ২ ২
শ্রীলঙ্কা ৩ ০ ২ ১ ১



 

Show all comments
  • মোঃ রহমান ৯ অক্টোবর, ২০২১, ৬:১৫ এএম says : 0
    আরে সাফ ফুটবল, তাহলে আফগানিস্তান, পাকিস্তান ভুটান এরা দল পাঠালোনা কেনো? আআফগানিস্তান, তাও মানা যায়, কিন্তু বাকি ২ দেশ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইনাল

১০ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ