Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন সাবমেরিনে অচেনা বস্তুর আঘাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

মার্কিন নিউক্লিয়ার একটি সাবমেরিন দক্ষিণ চীন সাগরে অচেনা বস্তুর সাথে আঘাতে এক ডজনের বেশি মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। তবে এ থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির কথা এখনো জানা যায়নি। মার্কিন নৌবাহিনী এরই মধ্যে তদন্ত শুরু করেছে। মার্কিন নৌবাহিনী বলছে, সাবমেরিনটি (ইউএস কানেকটিকাট ) দক্ষিণ চীন সাগরে রুটিন অপারেশনের সময় আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু সাবমেরিনটি পুরোপুরি নিরাপদ আছে। সাবমেরিনের নিউক্লিয়ার প্লান্ট পুরোপুরি ঠিক আছে। মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, সাবমেরিনটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়ামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। চীন ও তাইওয়ানের মধ্যে যখন উত্তেজনা বাড়ছে, তখনই এই ঘটনা ঘটল বলে উত্তেজনা বাড়ছে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া আঞ্চলিক উদ্বেগ মোকাবেলায় একটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তি ঘোষণা করে। সেই চুক্তির ব্যাপক সমালোচনা করেছে বেইজিং। চীনের দাবি, শিপিং রুটে থাকা বেশির ভাগ সমুদ্রসীমা তাদের আওতায় পড়ে। কিন্তু সাগরের তীরবর্তী দেশগুলো ও যুক্তরাষ্ট্র এর আপত্তি জানিয়ে আসছে। এমনই একটি জলসীমায় অবস্থান করছিল সাবমেরিনটি। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ