Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ : যা বললেন আদালত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ৭:৫৫ পিএম | আপডেট : ৭:৫৭ পিএম, ৮ অক্টোবর, ২০২১

এক যুগ আগে লাস ভেগাসে একটি ধর্ষণের অভিযোগ ওঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে। রোনালদোর বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ রয়েছে তা থেকে এই পর্তুগিজ ফুটবলারকে মুক্তি দেওয়ার সুপারিশ করেছেন আমেরিকার আদালত। রোনালদোর বিরুদ্ধে ক্যাথরিন মায়োরগা নামক এক মডেল ধর্ষণের অভিযোগ আনেন।

২০০৯ সালে একটি হোটেলের ঘরে রোনালদো তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছিলেন তিনি। রোনালদো যদিও জানিয়েছিলেন, কোনও রকম ধর্ষণের চেষ্টা তিনি করেননি। দু’জনের সম্মতিতেই সম্পর্ক হয়েছিল তাদের মধ্যে। দুই বছর আগে রোনালদোকে ফৌজদারি মামলা থেকে মুক্তি দেওয়া হয়। রোনালদোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যায়নি বলেই মুক্তি দেওয়া হয় তাকে। ক্যাথরিন যদিও কোনও ভাবেই ছেড়ে দিতে রাজি নন।

আমেরিকার বিচারক ড্যানিয়েল অ্যালব্রেগস চান রোনালদোকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক। অ্যালব্রেগসের এই সুপারিশ অন্য এক বিচারক যাচাই করবেন। তার মতে ক্যাথরিনের আইনজীবী এটার জন্য দায়ী। অ্যালব্রেগস লেখেন, ‘ক্যাথরিনের মামলাটি তার আইনজীবীর জন্য বাতিল করে দেওয়া খুবই দুঃখের। কিন্তু মামলাটি যদি বন্ধ না করা হয়, তা হলে আইনজীবীর পদক্ষেপ আইনের জন্য খারাপ, বিপদজনক হতে পারে।

রোনালদোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন বলেন, 'আদালতের এই সুপারিশে আমরা খুশি। রোনালদোর উপর থেকে অভিযোগ সরিয়ে নিয়ে ওকে মুক্তি দেওয়ার সুপারিশকে আমরা স্বাগত জানাচ্ছি।' অন্যদিকে, ক্যাথরিনের আইনজীবীর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ