গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন টিফিন ক্যরিয়ার মার্কায় রাসেল জামান। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি।
জানা গেছে, ওয়ার্ডের হোসনিগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন। এখানে রাসেল জামান ৯৪৯ ভোট ও ঠেলাগাড়ি প্রতীক পেয়েছে ৮০৯ ভোট। এছাড়া পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে টিফিন ক্যারিয়ার প্রতীক পেয়েছে ১০৯৭ ভোট ও তার নিকটতম ঠেলাগাড়ি প্রতীক পেয়েছে ৫১৯ ভোট। এ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। পরে পুলিশ লাঠিচার্জ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।