Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশরাফ গনির লাখ লাখ ডলার আত্মসাতের বিষয়ে তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ৮:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রের আফগানিস্তান পুননির্মাণ বিষয়ক স্পেশাল ইন্সপেক্টর জেনারেল জন সোপকো বলেছেন, দেশ ছাড়ার সময় সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির লাখ লাখ ডলার আত্মসাতের বিষয়ে তারা তদন্ত করবেন। বুধবার মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট সাবকমিটির বৈঠকে এই কথা বলেন তিনি।
এর আগে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যেই পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে ১৫ আগস্ট রাজধানী কাবুলের কাছে পৌঁছায় তালেবান যোদ্ধারা। কাবুলের কাছাকাছি তালেবান যোদ্ধাদের উপস্থিতিতে 'রক্তপাত এড়াতে' দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি।
অভিযোগ করা হয়, আফগানিস্তান ছাড়ার সময় সরকারি তহবিলের ১৬ কোটি ৯০ লাখ ডলার নিয়ে যান আশরাফ গনি। তবে আশরাফ গনি এই অভিযোগ অস্বীকার করে আসছে।
মার্কিন কংগ্রেসের সাবকমিটির বৈঠকে সোপকো বলেন, এখনো কোনো প্রমাণ আমরা পাইনি। এই বিষয়ে আমরা অনুসন্ধান করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ