Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিয়ানমার সরকারকে হুঁশিয়ারি মালয়েশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারকে হুঁশিয়ার করে বিবৃতিতে দিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, আসিয়ান দূতের সাথে মিয়াসমার সরকার সহায়তা না করলে তারা মিয়ানমারের ছায়া সরকারের সাথে যোগাযোগে প্রস্তুত রয়েছে। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। আটক করা হয় নির্বাচিত নেতা অং সান সু চিকে। পরে নির্বাচিত সরকারের প্রতিনিধিরা মিলে গঠন করে জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ বুধবার পার্লামেন্টে বলেন, সংকট নিসরসনে আসিয়ানের সাথে পাঁচ দফা সম্মতি বাস্তবায়নে মিয়ানমার সহায়তা না করলে জাতীয় ঐক্যের সরকারের সাথে আলোচনা করার কথা বিবেচনা করছে কুয়ালালামপুর। মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে চাপ প্রয়োগ করছে আন্তর্জাতিক স¤প্রদায়। এজন্য মিয়ানমারে বিশেষ দূত নিয়োগ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। মিয়ানমারে জান্তা সরকার অবশ্য তার সাথে সহায়তার আশ্বাস দিয়েছে। কুয়ালালামপুর যদি মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারের সাথে যোগাযোগ করে তাহলে আনুষ্ঠানিকভাবে তাদের সাথে আলোচনা করা প্রথম আসিয়ান দেশ হবে মিয়ানমার। এটা হবে জান্তা সরকারের সাথে বড় বিপর্যয়। কেননা জাতীয় ঐক্যের সরকার আনুষ্ঠানিক স্বীকৃতি চাইছে, বিশেষ করে আসিয়ান দেশগুলোর স্বীকৃতি চায় তারা। ইরাবতী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ