Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাপ ব্যবহার করে খুনের প্রবণতা বাড়ছে ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১০:০৫ এএম

ভারতে সাপের ছোবল খাইয়ে খুনের প্রবণতা ক্রমশ বাড়ছে। বুধবার একটি মামলায় এই পর্যবেক্ষণ ভারতের সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি এন ভি রমণা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে।

রাজস্থানে সাপের ছোবলের সাহায্যে হত্যার একটি মামলার শুনানির সময় বিচারপতি সূর্য কান্ত বলেন, এটা আজকাল নতুন প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। সাপুড়ের কাছ থেকে বিষধর সাপ জোগাড় করে তার কামড় খাইয়ে হত্যা করা হচ্ছে। রাজস্থানে এমন ঘটনা ঘটেই চলেছে। ওই মামলায় অভিযুক্ত কৃষ্ণ কুমারের জামিনের আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত।

এর আগে ২০১৯ সালে রাজস্থানের ঝুনঝুনু জেলার ওই ঘটনায় এক নারী সাপের সাহায্যে তার শাশুড়িকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পারার কারণেই পুত্রবধূ তার প্রেমিকের সাহায্যে শাশুড়িকে হত্যা করেছিলেন। কৃষ্ণ কুমার ১০ হাজার টাকার বিনিময়ে সাপের জোগান দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। সূত্র: আনন্দবাজার।



 

Show all comments
  • Md.Shahjalal ৭ অক্টোবর, ২০২১, ১০:৪১ এএম says : 0
    বিষয়টি অভিনব এবং সাংঘাতিক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ