Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বাঘায় আমবাগান থেকে কৃষকের লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ৬:৪৮ পিএম | আপডেট : ৬:৫৪ পিএম, ৬ অক্টোবর, ২০২১

রাজশাহীর বাঘায় আব্দুল জব্বারের আমবাগান থেকে জিন্নাত আলী (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি আরিফপুর গ্রামের মৃত আরজান আলীর ছেলে। পেশায় ছিলেন কৃষক।
মঙ্গলবার দিবাগত রাত ১টায় জিন্নাত আলীর লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে ময়না তদন্তের জন্য তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জিন্নাত আলীর বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে গ্রামের আব্দুল জব্বারের আমবাগানে লাশ পড়ে ছিল। পরিবারের লোকজন জানার পর, সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরে লাশ নিজ বাড়িতে নেয় পরিবার। মৃত্যু নিয়ে সন্দেহ থাকায় রাত আনুমানিক ১টায় লাশ থানায় নিয়ে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে। জিন্নাত আলীর বড়ভাই দুলাল হোসেন জানান,তার ভাই আগে থেকে নেশায় আসক্ত ছিল। জানতে পারেন ওইদিন রাতে মদপান করে বাগানে পড়ে ছিল। লোকমুখে খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন,আমিও অতিরিক্ত মদ্যপানের কথা শুনেছি। যেহেতু লাশ বাগানে পড়ে ছিল। তাই মৃত্যুর সঠিক কারন নির্ণয়ের জন্য লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তেতার শরীরে কোন জখমের চিহৃ ছিলনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ