নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফুটবল মাঠে অপ্রীতিকর ঘটনা নতুন কিছু নয়। লাটিন আমেরিকার দেশ ব্রাজিলের খেলোয়াড়রা বিভিন্ন সময় এমন সব ঘটনার জন্ম দিয়ে খবরের শিরোনাম হয়েছেন। এবারও এর ব্যতিক্রম নয়। তবে এবারের ঘটনা ব্যতিক্রম।
ব্রাজিলিয়ান ষষ্ঠ স্তরের একটি ম্যাচে গুয়ারানির বিপক্ষে পিছিয়ে ছিল সাও পাওলো আরএস ক্লাব। এমন সময় দ্বিতীয়ার্ধের শুরুতে সাও পাওলোর বিপক্ষে ফ্রি কিকের বাঁশি বাজান। এতে করে মাঠেই মেজাজ হারিয়ে বসেন সাও পাওলো আরএস ক্লাবের ফুটবলার উইলিয়াম রিবেইরো।
ফ্রি কিকের সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় রেফারিকে মাঠে ফেলে মাথায় লাথির পর লাথি দিয়ে মারাত্মক আহত করেন রিবেইরো। এমন ঘটনার পর অবশ্য গ্রেপ্তার হয়েছেন সাও পাওলো আরএস ক্লাবে এ ফুটবলার।
সোমবার গুয়ারানির বিপক্ষে ম্যাচে ১-০ গোলে পিছিয়ে ছিল সাও পাওলো আরএস। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে রেফারি রোদ্রিগো ক্রিভেল্লারো ফ্রি কিকের বাঁশি দিলে মাথা ঠিক রাখতে পারেননি ফুটবলার উইলিয়াম রিবেইরো। আকস্মিক তার ওপর ঝাঁপিয়ে পড়েন রিবেইরো। এতে করে মাঠেই জ্ঞান হারান রেফারি রোদ্রিগো ক্রিভেল্লারো। এরপরও তার মাথায় লাথি দিতে থাকেন ফুটবলার রিবেইরো। দুই দলের খেলোয়াড়রা দ্রুত চিকিৎসা সহকারীদের মাঠে ডাকেন।
ঘটনার আকস্মিকতায় ফুটবলার রিবেইরো দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে গেলে স্থানীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে আটক করে।
এই ঘটনার পর রিবেইরোর সঙ্গে চুক্তি বাতিল করেছে সাও পাওলো আরএস এবং রেফারি ক্রিভেল্লারোর কাছে ক্ষমা চেয়ে তারা দ্রুত রেফারির সুস্থতা কামনা করে বিবৃতি দেয়।
সাও পাওলো আরএস ক্লাবের প্রেসিডেন্ট ডেলভিড গৌলার্ট পেরেইরা বিষয়টিকে দুর্ভাগ্যজনক, দুঃখজনক এবং ক্ষমার অযোগ্য বলে জানিয়েছেন, আমরা সত্যিই দুঃখিত ও খুব লজ্জিত। আহত রেফারি ও তার পরিবারের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আজকের এমন নিন্দনীয় ঘটনার জন্য সাধারণ জনগণের কাছেও দুঃখ প্রকাশ করছি আমরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।