Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী নারী কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ৬:৩৪ পিএম | আপডেট : ৬:৫২ পিএম, ৬ অক্টোবর, ২০২১

কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের জগতি কৃষক পাড়ার ৫০ ঊর্ধ্ব এক বাকপ্রতিবন্ধী নারী কে ধর্ষণের অভিযোগে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত বাপ্পি (২৭) একই এলাকার মণ্ডলপাড়া গুচ্ছ গ্রামের ফরিদ আলী মন্ডল এর ছেলে ।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ৩রা অক্টোবর দুপুর ৩ টার দিকে লম্পট বাপ্পি পঞ্চাশোর্ধ বাক প্রতিবন্ধী নারীর বাসায় গিয়ে ধর্ষণ করে । এলাকাবাসী আরো জানান, বাপ্পি এর আগেও এলাকার এমন আরো দুইটি ঘটনা ঘটিয়েছে । এদিকে বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এই বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ৭ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পারভীন হাসান বলেন, বাপ্পি এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে এর আগেও এলাকার মেয়েদের উত্যক্ত করার অভিযোগ আছে ।আমি তার বিচার প্রত্যাশা করছি ।


এই বিষয়ে ওই মহিলার ভাই বাদী হয়ে বুধবার ৬ অক্টোবর কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় মামলা করেছেন । মামলা নং ৪ ।


ঘটনার সত্যতা স্বীকার করে, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম জানান, এই বিষয়ে মডেল থানায় একটি মামলা হয়েছে এবং আমরা আসামিকে গ্রেফতার করেছি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ