নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল গোল্ডকাপ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে পল্লবী ও রমনা থানা। বুধবার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডে দিনের প্রথম ম্যাচে পল্লবী থানা ১-০ গোলে ও নিউমার্কেট থানাকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়। বিজয়ী দলের হয়ে ম্যাচের ৭৪ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন মো.আলী।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে রমনা থানা ১-০ ব্যবধানে মুগদা থানাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। ম্যাচের ২৮ মিনিটে রাব্বির গোলে এগিয়ে যায় রমনা থানা। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। দু’ম্যাচের সেরা দুই খেলোয়াড়কে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার দেয়া ছাড়াও ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।