বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেগমগঞ্জে চুলার আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতবাড়িতে আগুন ৭টি বসতঘর পুড়ে পুড়ে ছাঁই হয়ে গেছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নান্নুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ করে একটি গ্যাসের চুলার আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এরপর দ্রুত পার্শ্ববর্তী ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা সার্ভিসের একটি দল দুই ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই রান্নাঘর ও বসতঘরসহ ৭টি ঘর পুড়ে যায়।
বেগমগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, তাৎক্ষণিক রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।