প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন বিজ্ঞাপনে জুটিবদ্ধ হলেন তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। তোহা মোরশেদের নির্দেশনায় ‘তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল’ নামের একটি তেলের বিজ্ঞাপনে দেখা যাবে তাদের। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে বিজ্ঞাপনটির শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপনটির নির্মাতা তোহা মোরশেদ বলেন, ‘সানী ভাই, মৌসুমী আপু দুজন প্রিয় এবং শ্রদ্ধার মানুষ। তারা আমার ওপর আস্থা রেখে আবারও আমার সঙ্গে কাজ করেছেন এটা সৌভাগ্য বলা চলে। বিষয়টি অবশ্যই আমার কাছে পুলকিত হওয়ার এবং ভালো লাগারও বটে।’
ওমর সানী বলেন, ‘নির্মাতা তোহা বলতে গেলে আমাদের নিজেদেরই মানুষ। ভালোভাবে যত্ন নিয়ে তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল’-এর বিজ্ঞাপনটি নির্মাণ করার চেষ্টা করেছে। আশা করছি ভালো লাগবে।’
মৌসুমী বলেন, ‘বিজ্ঞাপনটিতে কাজ করতে গিয়ে মনে হয়েছে পরিবারের মধ্যে কাজ করছি। কারণ এর আগে তোহা সানীর প্রযোজনা সংস্থা থেকে টেলিফিল্ম নির্মাণ করেছিল। সেই টিমটিই আমরা এবার একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছি। তোহার প্রতি, তার কাজের প্রতি আমাদের আস্থা আগে থেকেই ছিল। যে কারণে বিজ্ঞাপনটিতে কাজ করতেও ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। গল্পটা আমরা আলোচনা করেই তৈরি করেছি। সবমিলিয়েই একটি টিম ওয়ার্কের মধ্য দিয়ে একটি ভালো কাজই হয়েছে আমার মনে হচ্ছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’
শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন চ্যানেলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই ওমর সানী-মৌসুমী জুটি জাহিদ হোসেনের পরিচালনায় ‘মাতৃত্ব’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। এছাড়া বছরের শেষ প্রান্তে ওমর সানী জাহিদ হোসেনের ‘জাগরণ’ সিনেমার কাজ করার কথা। মৌসুমী এরই মধ্যে অংশ নিয়েছেন সুজনের ‘দেশান্তর’ সিনেমার কাজে। জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে তিনি আমেরিকা যাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।