Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

এশিয়ান ফিল্ম ফেস্টিভালে ‘রেহানা মরিয়ম নূর’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ১২:৪৮ পিএম

এবার হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই উৎসবে ‘নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ বিভাগে অংশ নিচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’। প্রতিযোগিতা ছাড়াও আগামী ৬ ও ১৩ নভেম্বর দুটি প্রদর্শনীতে অংশ নেবে সিনেমাটি।

জানা গেছে, হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভালে এবার মোট ৭০টি চলচ্চিত্র অংশ নিচ্ছে। উৎসবের ‘নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ বিভাগে আরও সাতটি চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’র সঙ্গে প্রতিযোগিতা করবে। ১৯ দেশের অংশগ্রহণে এ উৎসব শেষ হবে আগামী ১৪ নভেম্বর।

‘রেহানা মরিয়ম নূর’ ডাক পেয়েছে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও। চলচ্চিত্রটি বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভালের ডিবেট সেকশনের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ৬-১৭ অক্টোবর পর্যন্ত আয়োজনটি ইংল্যান্ডে হবে।

এর আগে গত জুলাই মাসে ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে মনোনয়ন পায় ছবিটি। সিনেমাটি প্রদর্শনের পরপরই সবাই দাঁড়িয়ে ‘স্ট্যান্ডিং ওভেশন’ দেয়। এরপর মেলবোর্ন ও বুসান চলচ্চিত্র উৎসব থেকেও সিনেমাটি আমন্ত্রণ পায়।

এদিকে সম্প্রতি ‘রেহানা মরিয়ম নূর’ বিনা আপত্তিতে বাণিজ্যিক প্রদর্শনের ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। চলছে দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সিনেমাটির থিয়েটার ও ওটিটি-স্বত্ব বিক্রি করা হয়েছে।

প্রাইভেট মেডিকেল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প। যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবনযাপন করেন। এরমধ্যে এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন রেহানা...এমন ঘটনা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

পোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে এ সিনেমার প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ও সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার। এ চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। ছবিটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রডাকশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ