Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেলারে প্রশংসিত ‘পদ্মাপুরান’, দেশীয় চলচ্চিত্র দেখার আহ্বান নির্মাতার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ১১:২৯ এএম

মুক্তির আগেই আলোচনায় রয়েছে তরুণ নির্মাতা রাশিদ পলাশের প্রথম সিনেমা ‘পদ্মাপুরাণ’।। গেলো মাসেই প্রকাশিত হয় সিনেমাটির অ্যানিমেশন টিজার। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে প্রকাশ পেয়েছে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার। লাইভ টেকনোলজি’র ইউটিউবে প্রকাশিত ট্রেলারটি প্রায় আড়াই মিনিটের। ট্রেলারটি দেখে প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকরা।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আমার ছবির দুটি টিজার প্রকাশ করেছি। এবার প্রকাশ হলো ট্রেলার। আমরা ছবিতে কী বলতে চাচ্ছি ট্রেলার দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন দর্শক। আমি সবাইকে অনুরোধ করবো হলে গিয়ে ছবিটি দেখার। আমাদের দেশীয় ছবি যদি না দেখি, তাহলে এই ইন্ডাস্ট্রি দাঁড়াবে কীভাবে?’

পদ্মা নদীর বিবর্তন আর পদ্মাপাড়ে বসবাসরত মানুষের জীবননির্ভর গল্প নিয়েই ‘পদ্মাপুরাণ’ নির্মাণ করেছেন নির্মাতা রাশিদ পলাশ। ট্রেলারে সেই নান্দনিক নির্মাণের এক ঝলক দেখলেন দর্শক। যা দর্শকদের সবার আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। আগামী ৮ অক্টোবর (শুক্রবার) দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বর্তমানে ছবির নির্মাতা ও কলাকুশলীরা ব্যস্ত আছেন ছবির প্রচারণার কাজে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর 'পদ্মাপুরাণ'-এর অ্যানিমেশন টিজার প্রকাশ করে চমকে দিয়েছিলেন নির্মাতা রাশিদ পলাশ। তার ভাষ্যে, ‘এটিই বাংলাদেশের সিনেমায় প্রথম অ্যানিমেশন টিজার’।

‘পদ্মাপুরান’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

বর্তমানে নির্মাতা রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘প্রীতিলতা’। যার এখন পর্যন্ত ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ। শিগগির ছবির বাকি অংশের শুটিং হবে বলে জানান নির্মাতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ