Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় বয়সভিত্তিক সাঁতারে সেরা বিকেএসপিই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ৭:৪৭ পিএম | আপডেট : ৭:৫১ পিএম, ৫ অক্টোবর, ২০২১

বঙ্গবন্ধু জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিংয়ে সেরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানই (বিকেএসপি)। সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে মঙ্গলবার শেষ হয়েছে এই প্রতিযোগিতা। তিন দিন ব্যাপী প্রতিযোগিতায় ৪৮টি স্বর্ণ, ৫৩ রৌপ্য ও ৪২টি ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। বাংলাদেশ আনসার ২৩ স্বর্ণ ১১ রুপা ও ৯টি ব্রোঞ্জপদক পেয়ে রানার্সআপ হয়। আসরের শেষ দিনে মঙ্গলবার ২৮টি ইভেন্টের মধ্যে সাঁতারে মাত্র একটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়। এই নিয়ে তিন দিনের সাঁতারে ৮টি এবং ডাইভিংয়ে ৩টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে।

নারী বিভাগে বাংলাদেশ আনসারের মুক্তি খাতুন তিনটি নতুন জাতীয় রেকর্ডসহ ১১ টি স্বর্ণ ও ২টি রুপা জিতে সেরা সাঁতারু নির্বাচিত হন। পুরুষ বিভাগে গোপালগঞ্জ সুইমিং ক্লাবের মো. ইসলাম তিনটি নতুন জাতীয় রেকর্ডসহ ৯টি স্বর্ণপদক জিতে সেরা পুরুষ সাঁতারু নির্বাচিত হন। সমাপণী দিনের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ