নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর আটকে ছিল দেশের বিভিন্ন সাঁতার প্রতিযোগিতা। ফলে নিজ ঘরে অনেকটা শুয়ে-বসেই দিন কাটাতে হয়েছে সাঁতারুদের। যদিও জাতীয় দলের গুটি কয়েক সাঁতারু এই করোনাকালেই অনুশীলনের মধ্যে ছিলেন। তবে এখন দেশে করোনা সংক্রমণের হার কমে যাওয়ায় বাংলাদেশ সাঁতার ফেডারেশন আগামী মাসে বয়সভিত্তিক ও জাতীয় দু’টি প্রতিযোগিতার আয়োজন করছে। এছাড়া ফেডারেশনের পরিকল্পনা রয়েছে আগামী মাসের শেষের দিকে দূর পাল্লার সাঁতার আয়োজনেরও।
ফেডারেশন সাধারণ সম্পাদক এমবি সাইফ শনিবার জানান, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত হবে বয়সভিত্তিক সাঁতার। আর ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে জাতীয় সাঁতার প্রতিযোগিতা। এ দুই আসরকে সামনে রেখে অধিভুক্ত সংস্থা গুলোকে ইতোমধ্যে চিঠি দিয়েছে ফেডারেশন। বয়সভিত্তিক ও জাতীয় সাঁতারের আগে ইতোমধ্যে পরীক্ষামুলক একটি প্রতিযোগিতা আয়োজন করেছে ফেডারেশন। গত ২০ সেপ্টেম্বর মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে দ্বিতীয়বারের মতো মাস্টার্স সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ আসরে অনেক সিনিয়র নারী ও পুরুষ সাঁতারু অংশ নেন। মাস্টার্স সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে সবাই ফিরে যান তাদের অতীত স্মৃতিতে। একজনের সঙ্গে আরেকজনের বেশ কয়েক বছর পর দেখা হয়েছে। মাস্টার্স প্রতিযোগিতার মাধ্যমেই দারুণ এক মেলবন্ধন হয়। এ নিয়ে দ্বিতীয়বার সাঁতার ফেডারেশন এ আয়োজন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।