Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতাঁর ফেডারেশনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ৬:৪২ পিএম

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আসন্ন নির্বাচনে কোনো পদের বিপরীতেই একাধিক মনোনয়নপত্র জমা পড়েনি। ফলে সবাই বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বর্তমান সাধারণ সম্পাদক এম.বি সাইফ মোল্লা যে ফের একই পদে নির্বাচিত হচ্ছেন এটা নিশ্চিত। সাঁতার ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এমবি সাইফ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনে তার পুরো প্যানেলের মনোনয়নপত্র জমা দেন নির্ধারিত সময় বিকাল ৪টার আগেই। তবে সোয়া ৪টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিতে এনএসসি ভবনে আসেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাতারু লায়লা নূর। তবে নির্ধারিত সময়ের পরে তিনি আসায় তার মনোনয়নপত্র গ্রহণ করেনি নির্বাচন কমিশন। ফলে লায়লা নূর এতে ক্ষোভ প্রকাশ করেন। এ প্রসঙ্গে নির্বাচনের রিটার্নিং অফিসার কবিরুল হাসান বলেন,‘আমরা ৪টার আগে যাদের মনোনয়নপত্র পেয়েছি, তাদেরটা গ্রহণ করেছি। চারটার পর আমরা মনোনয়নপত্র গ্রহণ করতে পারি না।’

সাঁতার ফেডারেশন নির্বাচনী তফসিল অনুযায়ী ২৪ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। ওইদিনই আনুষ্ঠানিকভাবে সবাই বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়ে যাবেন। ফলে ২৮ জানুয়ারি আর ভোটের প্রয়োজন হবে না।

সাঁতার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ২৫ জনের। সভাপতি সরকারের মনোনীত হলেও বাকি ২৪ জনকে আসতে হয় নির্বাচন করে। গত কমিটির উল্লেখযোগ্যদের মধ্যে এবার বাদ পড়েছেন রফিজ উদ্দিন রফিজ। যিনি সর্বশেষ কমিটির সহ-সভাপতি এবং এর আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তাকে প্যানেলে না রাখা সম্পর্কে সাধারণ সম্পাদক এমবি সাইফ বলেন,‘রফিজ ভাই গাজীপুর থেকে কাউন্সিলর হতে পারেননি। সর্বশেষ দুই জাতীয় চ্যাম্পিয়নশীপে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ না করায় এবার তারা কাউন্সিলরশীপ পায়নি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ