নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় তিন দিন ব্যাপী জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার দ্বিতীয় দিন সোমবার পাঁচটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এদিন ছেলেদের (১৮-২০ বৎসর) ১০০ মিটার ফ্রি ষ্টাইলে গোপালগঞ্জ সুইমিং ক্লাবের মো. ইসলাম ৫৫.৩৪ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। আগের রেকর্ড ছিল ২০১৫ সালে আরিফুল ইসলামের ৫৬.৫৯ সেকেন্ড। ১০০ মিটার বাটার ফ্লাই ইভেন্টেও ইসলাম নতুন রেকর্ড গড়েছেন। এই ইভেন্টে তিনি সময় নেন ৫৯:০৯ সেকেন্ড। পুরাতন জাতীয় রেকর্ড ছিল ৫৯.১১ সেকেন্ড। ২০১৭ সালে যা গড়েছিলেন জাহিদুল ইসলাম।
ছেলেদের ২০০ মিটার ব্রেকষ্ট্রোকে বিকেএসপির মো. আমিরুল ইসলাম ২: ২৩.৯৯ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে সোনা জেতেন। আগের রেকর্ডটি ছিল ২০১৯ সালে সামিউল ইসলামের ২:২৪.৫৪ সেকেন্ড। মেয়েদের (১৮-২০ বৎসর) ২০০ মিটার ব্রেষ্ট ষ্ট্রোকে বাংলাদেশ আনসারের মুক্তি খাতুন ৩:০০:৯২ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। এই ইভেন্টে ২০১৪ সালে পুরাতন জাতীয় রেকর্ডটি গড়েছিলেন মরিয়ম খাতুন (৩:০১:৮৭ সেকেন্ড)। ছেলেদের ২০০ মিটার ব্রেষ্ট ষ্ট্রোকে ঢাকা একোয়াটিক্সের ওমর আলী ২:৩৩:০৩ সেকেন্ড সময়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ২০১৫ সালে মো. আরিফুল ইসলামের দখলে (২:৩৩:৭৫ সেকেন্ড)। সোমবার অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার ৩৬টি ইভেন্ট। এখন পর্যন্ত ৩৩টি স্বর্ণ, ৩৬টি রৌপ্য ও ৩২ ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে বিকেএসপি এবং ১৮ স্বর্ণ, ৮ রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পেয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ আনসার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।