গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় পুলিশ ভেবে মো. রুবেল (২০) নামে এক যুবক আতঙ্কে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত রুবেল পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে। সে পেশায় অটোবাইক চালক।
মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে কয়লাঘাট মা ডকইয়ার্ড এর সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধারের পর চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস সদস্যরা।
স্থানীয়রা জানায়, শহরের পুরান বাজারে গভীর রাতে রুবেল ও তার বন্ধু রাব্বি গাঁজা সেবনের সময় পুলিশ ভেবে আতংকে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেয়। ওই সময় রাব্বি পাড়ে উঠতে পারলেও রুবেল নিখোঁজ হয়।
সহপাঠী হাসান রাব্বি জানান, কয়লা ঘাটের নদীর পাড়ে দুই বন্ধু বসে সুখ-দুখের আলাপ করছিলেন। এ সময় লাইটের আলো দেখে পুলিশ ভেবে দু’জনে নদীতে ঝাঁপ দেয়। এসময় রুবেলের শরীরে প্রচন্ড জ্বর থাকায় সে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখুজির পর সকালে ফায়ার সার্ভিসের একটি দল লাশ নদী থেকে উদ্ধার করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, সোমবার (৪ অক্টোবর) দিনগত রাতে ৫ নং ঘাটে তারা দু’জন বসে মাদক সেবন করছিল। জনৈক ব্যক্তি নদীর পাড়ে টস লাইট মারার কারণে তারা পুলিশ ভেবে নদীতে ঝাঁপ দেয়। এ সময় রুবেল ডাকাতিয়া নদীতে তলিয়ে যায় এবং তার সাথে থাকা রাব্বি পাড়ে উঠতে সক্ষম হয়। নিহত রুবেলের মরদেহ আইনি পক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।