বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার অটোরিকশাটির কোন হদিস পাওয়া যায়নি।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় আরিচাগামী লেনের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মো. ইমাম হোসেন (৪৭) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাল্লুকগাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। পরিবার নিয়ে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ইমাম হোসেন বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও আর ফেরেনি। থানায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের ধারনা, শ্বাসরুদ্ধে হত্যার পর লাশটি ডোবায় ফেলে অটোরিকশাটি নিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ঘটনা আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।