নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে পুনরায় যোগ দেয়ার পর এখন সবার নজর তার দিকে। তাকে ঘিরেই সব আলোচনা, সমালোচনা।
রোনালদো ম্যানইউতে আসার আগে ক্লাবটির অ্যাটাকিং খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি কদর ছিল পল পগবার। এমনকি মাঝে একবার পগবা রেড ডেভিলদের ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। তখন তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে রেখেছিল তারা। কিন্তু এখন সেটি আর নেই।
পগবা নিজেও নাকি বলেছেন নিজেকে এখন আর ম্যানইউর স্টার খেলোয়াড় মনে হয় না তার। ইতালিয়ান সাংবাদিক পাওলো কুন্দু স্কাই স্পোর্টস ইতালিয়ার একটি অনুষ্ঠানে এ কথাটি জানিয়েছেন। এ ব্যপারে তিনি বলেন, 'রোনালদো আসার পর পগবার আর মনে হয় না সে স্টার খেলোয়াড়। সে এখন আর দলের মধ্যমণি নেই। গত কয়েকটি ম্যাচে তার পারফরমেন্স নিচের দিকে গেছে।'
পগবা সরাসরি এখনো কিছু বলেননি এ বিষয়ে, তবে পগবা যে এখন ভাবছেন তিনি আগের কদর পাচ্ছেন না, তা দলের সকলের কাছে জানা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।