Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে চীনের শক্তি বৃদ্ধি নিয়ে আতঙ্কে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ৫:৫০ পিএম

যেভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা সংখ্যা বাড়াচ্ছে চীন, ভারতের জন্য তা বেশ উদ্বেগের। নতুন করে চীন কি করতে যাচ্ছে তা নিয়ে আতঙ্কে রয়েছে ভারত। এমনকী ভারতে সীমান্ত পেরিয়ে চীন অনুপ্রবেশও করতে পারে বলে মনে করছে তারা।

সীমান্তে চীনা সেনার আনাগোনা বৃদ্ধির বিষয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় সেনা প্রধান এম এম নারাভানে। তিনি বলেন, আশা করা যায় সীমান্তের শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার চুক্তি থেকে সরে যাবে না চীন। তিনি বলেছিলেন যে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত তার এলাকায় সেনা মোতায়েন রেখেছে। চীনা সেনা ইচ্ছাকৃতভাবে এলএসিতে অশান্তি তৈরির চেষ্টা করতে চাইছে। ভারত সতর্ক রয়েছে। কোনও রকম উস্কানিমূলক আচরণ বরদাস্ত করা হবে না।

সংবাদসংস্থা এএনআইকে জেনারেল নারাভানে জানান, গত ছমাস ধরে ভারত চীন পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভারতের তরফ থেকে সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখার সবরকম চেষ্টা করা হচ্ছে। দুই দেশের মধ্যে আলোচনা চলছে। আশা করা যায় অপর পক্ষ সেই আলোচনার পথ বন্ধ করে দেবে না। সেপ্টেম্বর মাসেই দুই দেশ ১২ তম বৈঠকে বসে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ১৩তম বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য দুদিনের লাদাখ সফরে গিয়েছেন সেনাপ্রধান। ঘুরে দেখেছেন সীমান্তের পরিস্থিতি।

তিনি আরও বলেন, যখন আলোচনা শুরু হয়েছিল, তখন মানুষ সন্দেহ করছিল যে আলোচনা আদৌ কিছু সমাধান করবে কিনা। কিন্তু ভারতীয় সেনা জানত যে সমাধান মিলবে। মতপার্থক্যের অবসান আলোচনার মাধ্যমেই হতে পারে। সেই ছবি স্পষ্ট সীমান্তে। গত বেশ কয়েক মাসে কোনও সংঘর্ষের খবর মেলেনি। সেনাপ্রধান বলেন, চীনা সেনা পূর্ব লাদাখ থেকে ইস্টার্ন কমান্ড পর্যন্ত যথেষ্ট সংখ্যায় তাদের বাহিনী মোতায়েন করেছে। মোতায়েন বৃদ্ধি পেয়েছে এবং এটি উদ্বেগের বিষয়। সেনা শক্তি বাড়াচ্ছে ভারতও। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা।

সর্বেশেষ পাওয়া রিপোর্টে বলা হয়েছে চীনা সেনারা উত্তরে ভারতীয় ভূখণ্ড থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। রিপোর্টে আরও বলা হয়েছে, তারা ৫৫টি ঘোড়া নিয়ে এসেছে। সূত্রের খবর চীনা সেনার একটি দল ভারতীয় ভ‚খÐে প্রবেশ করেছিল। ভারতীয়ে সেনা যাওয়ার পরেও প্রায় ঘণ্টাতিনেক সেখানে অবস্থান করে ছিল চীনা সেনা। সূত্র: টিওআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ