Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে পুলিশের বাঙ্কারে গ্রেনেড হামলায় নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:০৯ এএম

কাশ্মীরে পৃথক তিনটি এলাকায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জেরে রাজধানী শ্রীনগরে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার এ হামলার ঘটনা ঘটে। এনডিটিভির খবরে জানানো হয়, সন্ত্রাসীরা অনন্তনাগের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি বাঙ্কারে গ্রেনেড ছোঁড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া শ্রীনগরের কারা নগর এলাকায় বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে মোজিদ আহমদ গোজরি নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও চেকপোস্টগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে রাত ৮টার দিকে আরেকজনকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। কর্তৃপক্ষ জানায়, মোহাম্মদ শাফি দার নামে ওই ব্যক্তি গুলিতে আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছে। অন্যদিকে, অনন্তনাগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সিআরপিএফের ৪০ ব্যাটালিয়নের একটি বাঙ্কারে জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়। তবে টার্গেট মিস হওয়ায় এতে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছেন পুলিশের একজন কর্মকর্তা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ