Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সার বিপক্ষে গ্রিজম্যানকে খেলালে জরিমানা দিতে হবে অ্যাতলেটিকোকে!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ১১:২২ পিএম

স্প্যানিশ লা লিগায় রবিবার রাত ১টায় মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। দুই দলের জন্যই এটি বিগম্যাচ। বিশেষ করে বর্তমান সময়ে অ্যাতলেটিকো মাদ্রিদের খেলোয়াড় গ্রিজম্যানের জন্য।

ফরাসি এ খেলোয়াড় গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন সকলকে চমকে দিয়ে বার্সা ছেড়ে লোনে ফের অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন। যেহেতু তিনি লোনে গেছেন, ফলে এখনো তিনি বার্সার খেলোয়াড়।

গ্রিজম্যানকে টাকার জন্য লোনে পাঠিয়েছে বার্সা, এখন অ্যাতলেটিকো যদি তাদের বিপক্ষে গ্রিজম্যানকে খেলায় তাহলে বার্সা চাইলে তাদের কাছ থেকে জরিমানা নিতে পারবে। স্প্যনিশ ফুটবলে এমনই নিয়ম বলবত আছে। যদিও ফিফা ও উয়েফা এ নিয়ম মানে না।

তবে ভালো কথা হলো বার্সাই কোন জরিমানা চাইবে না, নিয়ম থাকা স্বত্ত্বেও। কারণ এটি করলে ফুটবলের যে প্রকৃত অর্থ সেটির নামই খারাপ হয়ে যাবে।

ফলে বার্সার বিপক্ষে আজ অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচটিতে গ্রিজম্যানকে দেখা যাবে মাঠ মাতাতে। তবে তাকে শুরুর একাদশে রাখা হবে না। সূত্র : মার্কা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ