Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদোর জার্সি চাইলে খবর আছে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ১০:৪৩ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ এভারটনের বিপক্ষে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি ১-১ গোলে ড্র করে দুই দল। এ ম্যাচটি দেখতে ওল্ড ট্রাফোর্ডে উপস্থিত ছিলেন রাশিয়ান বক্সার ও রোনালদোর কাছের বন্ধু খাবিব।

এ ম্যাচটি শুরু হওয়ার আগে থেকেই খাবিব বসে ছিলেন ম্যাচ শেষে রোনালদোর আজকের জার্সিটি নিয়ে যাবেন। তাই ম্যাচের আগে তিনি হুশিয়ারি দেন, কেউ যদি রোনালদোর জার্সি নিয়ে যেতে চায়, বিশেষ করে এভারটনের খেলোয়াড়রা তাহলে সেই খেলোয়াড়ের বারোটা বাজিয়ে দেবেন গলায় চেপে ধরে দম বন্ধ করে দিয়ে।

খাবিব অনেক আশা নিয়ে বন্ধু রোনালদোর খেলা দেখতে এসেছিলেন। তবে গোল করে রোনালদো তার মন ভরাতে পারেননি।

অবশ্য গোল করার জন্য রোনালদো খুব বেশি সময়ও পাননি। ম্যাচের ৫৭ মিনিটের সময় তাকে মাঠে নামান কোচ ওলে গানার সুলশার। এজন্য কোচকে সমালোচনার মুখে পরতে হয়েছে। এমনকি রোনালদোকে দেরি করে নামানোয় কোচকে বরখাস্ত করার দাবীও তোলেন ক্লাবটির সমর্থকরা। রোনালদো নিজেও ব্যপারটি নিয়ে খুশি হননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ