Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই বিল ‘পাকিস্তানকে কোরবানির পশু বানানোর’ প্রচেষ্টা

মার্কিন সিনেট সম্পর্কে কুরেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গত শুক্রবার বলেছেন যে, সাম্প্রতিক মার্কিন সিনেটে বিল গৃহীত হয়েছে যাতে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের ভূমিকা ‘তদন্ত’ করা যায়, তা হল ‘পাকিস্তানকে কোরবানির পশু বানানোর চেষ্টা’। তিনি জোর দিয়ে বলেন যে, পাকিস্তানের কাছে এ আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ রয়েছে। “পাকিস্তান তার স্বার্থ সুরক্ষা এবং তার অবস্থান রক্ষা করবে।

ডেনমার্কের সফররত পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কুরেশি বলেন, শান্তি প্রক্রিয়াকে সহজতর করতে পাকিস্তানের ভূমিকা যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে। আফগান তালেবানের কাছে কাবুলের পতনের আগে এবং পরে পাকিস্তানের ভূমিকা মূল্যায়ন করতে মার্কিন সিনেটে উপস্থাপিত বিলের ওপর তিনি একটি প্রশ্নের জবাব দিচ্ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তানকে কোরবানির পশু বানানো মানে প্রকৃতপক্ষে স্থল বাস্তবতাকে উপেক্ষা করা’। কুরেশি বলেন, পাকিস্তান বিষয়ে প্রস্তাবিত বিলের প্রভাব পাকিস্তানকে উপেক্ষা করবে না। তিনি আরো বলেন, ‘আমরা সচেতন এবং ব্যাখ্যা করতে পারি’।

তিনি উল্লেখ করেন যে, বিলটির ওপর দ্বি-পক্ষীয় বোঝাপড়া ছিল না এবং এটি রিপাবলিকান সিনেটরদের একটি দল উপস্থাপন করেছিল, যারা এমনকি কিছু মার্কিন নীতির সমালোচক ছিল এবং আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যাহারের বিরুদ্ধেও ছিল। তিনি বলেন, ‘আসুন আমরা বিল নিয়ে অতিরিক্ত আচ্ছন্ন না হই। মার্কিন যুক্তরাষ্ট্রে এবং আমাদের প্রতিবেশী অঞ্চলে লবি রয়েছে যারা এটি খেলতে চায়’।
প্রেস কনফারেন্সে এফএম কুরেশি বলেন যে, পাকিস্তান এবং ডেনমার্কের মধ্যে সম্পর্ক ‘ঊর্ধ্বমুখী গতিতে’ রয়েছে। তিনি বলেন, ডেনমার্ক সরকার ইসলামাবাদকে তার ‘এনার্জি ট্রানজিশন ইনিশিয়েটিভ’-এ যুক্ত করে নবায়নযোগ্য জ্বালানি খাতে পাকিস্তানকে সাহায্য করতে সম্মত হয়েছে।

তিনি আরো বলেন, পাকিস্তান ডেনমার্কের দূতকে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে গৃহীত প্রচেষ্টার বিষয়েও অবহিত করেছে এবং ধূসর তালিকা থেকে বেরিয়ে আসতে সাহায্য চেয়েছে। তিনি জিএসপি-প্লাস স্ট্যাটাস সম্প্রসারণে সহায়তার জন্য ডেনমার্কের দূতকেও ধন্যবাদ জানান।
‘তালেবানকে চিনতে পারবে না’ : ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোদ প্রেস কনফারেন্সে পুনরাবৃত্তি করেন যে, তার দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না, কারণ ইউরোপীয় দেশটি আফগানিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য ‘নিরাপদ আশ্রয়স্থল’ হয়ে ওঠার বিষয়ে উদ্বিগ্ন ছিল।

তবে, তিনি যোগ করেছেন যে, ডেনমার্ক আফগানিস্তানের জনগণের প্রতি ‘মুখ ফিরিয়ে নেবে না’ এবং ৩ কোটি ৮০ লাখ আফগানের মৌলিক অধিকার সুরক্ষিত করার চেষ্টা করবে। ডেনমার্কের দূত বলেন যে, ডেনমার্ক আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ‘গভীরভাবে চিন্তিত’।

‘এছাড়াও, আফগান জনগণের মৌলিক অধিকার; ৩ কোটি ৮০ লাখ মানুষ যারা কয়েক দশক ধরে যুদ্ধ করেছে, তাদের সাহায্য করা সর্বাধিক গুরুত্বপূর্ণ’। তিনি আরো বলেন, জনগণের স্বার্থে ‘আমরা নিযুক্ত থাকব’। তিনি বলেন, তালেবান সরকারকে তাদের কথার ভিত্তিতে বিচার করা হবে না, বরং ‘তারা জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল কিনা’।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী যোগ করেন যে, তালেবানদেরও নিশ্চিত করতে হবে যে, তাদের দেশটি বৈশ্বিক সন্ত্রাসী হামলার জন্য লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হবে না। কফোদ পুনরায় বলেন, বিশ্ব সম্প্রদায়ের অংশ হওয়ার জন্য তালেবানকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, ডেনমার্ক গভীরভাবে উদ্বিগ্ন যে, আফগানিস্তান সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আস্তানায় পরিণত হবে। তিনি বলেন, ‘পাকিস্তানের মানুষ সন্ত্রাসের ভয়াবহতা অন্য সবার চেয়ে ভালোভাবে জানে’। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদের ফলে হাজার হাজার পাকিস্তানি মারা গেছে। কফোদ বলেন, তিনি এফএম কুরেশির সঙ্গে আলোচনা করেছেন কিভাবে মৌলিক মানবাধিকার, বিশেষ করে মহিলাদের জন্য শিক্ষা এবং সংখ্যালঘুদের প্রতি আচরণকে আরও অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য করে তুলতে তালেবান শাসনের সাথে মোকাবিলা করা যায়।

আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে, তিনি বলেন, একসঙ্গে কাজ করা এবং সামনের পথ খুঁজে বের করা গুরুত্বপূর্ণ, যোগ করে ডেনমার্ক আফগানিস্তানের পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নেবে না। গত মাসে কাবুল থেকে ডেনিশ নাগরিক ও সাহায্যকারীদের সরিয়ে নেওয়ার সময় সহায়তা প্রদানের জন্য তিনি পাকিস্তান সরকারকেও ধন্যবাদ জানান। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ