মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শুধু নারীদের জন্য বিশেষ মার্কেট তৈরি করা হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ওই মার্কেটে শুধু নারীরাই ব্যবসা পরিচালনা করতে পারবেন। নারীরা যেন অর্থনীতিতে অবদান রাখতে পারে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন। শুক্রবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ রশিদ বুধবার ইসলামাবাদ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১২তম বার্ষিক বৈঠকে এই ঘোষণা দেন। অক্টোবরের ৩০ মার্কেটটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তিনি। বৈঠকে শেখ রশিদ, নারীদের এগিয়ে এসে জীবনের সর্বক্ষেত্রে অবদান রাখার আহবান জানান। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারীদের অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানে ইতোমধ্যে মেয়েদের জন্য দুইটি বিশ্ববিদ্যালয় আছে। রাওয়ালপিন্ডিতে মেয়েদের জন্য শিগগিরই আরেকটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এআরআই নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।