মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফের বন্দুকধারীর হামলার সাক্ষী রইলো যুক্তরাষ্ট্র। এবার স্কুলে ঢুকে নির্বিচার গুলি চালাল ওই স্কুলেরই সাবেক এক ছাত্র। এ ঘটনায় কোনও পড়ুয়ার হতাহতের খবর নেই। তবে স্কুলের প্রিন্সিপাল গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। বন্দুকধারী সাবেক ওই স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। টেক্সাসের হিউস্টনের স্কুলের এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গেছে। তীব্র আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে। চিন্তিত অভিভাবকরাও। বলাই বাহুল্য, এই ঘটনার জেরে ফের যুক্তরাষ্ট্রের বন্দুকনীতি নিয়ে প্রশ্ন উঠে গেছে। জানা গিয়েছে, গতকাল শুক্রবার বন্দুক হাতে আচমকাই হিউস্টনের ইয়েস প্রেপ সাউথওয়েস্ট সেকেন্ডারি স্কুলে ঢুকে পড়ে ওই আততায়ী। প্রিন্সিপালের কাচের ঘরের সামনেই গুলি চালাতে থাকে সে। বিপদ বুঝে পড়ুয়াদের কথা ভেবে তিনি বাইরে বের হয়ে এলে তার পিঠে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপরই আততায়ীর খোঁজে নামে হিউস্টন পুলিশ। দ্রুত পুলিশের তরফে সতর্কতা জারি করা হয়। আকাশপথেও নজরদারি চালানো হয়। অবশেষে পুলিশের নাগালে আসে বন্দুকধারী। হিউস্টন পুলিশ তার সম্পূর্ণ পরিচয় প্রকাশ্যে আনেনি। তবে জানা গেছে, ২৫ বছর বয়সী ওই আততায়ী ইয়েস প্রেপ সাউথওয়েস্ট সেকেন্ডারি স্কুলেরই সাবেক ছাত্র। প্রিন্সিপালকে লক্ষ্য করে কেন সে গুলি চালাল তাকে জেরা করে তা বুঝতে চাইছে পুলিশ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।