Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলের আক্রমণভাগ নিয়ে নির্ভার নন অস্কার ব্রুজোন!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ৬:৩৫ পিএম

দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। এ আসরে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বরাবরই সাফভুক্ত দেশগুলোর ফুটবলাররা নিজেদের সেরাটাই মাঠে ঢেলে দেন। সাফের এবারের আসর মাঠে গড়িয়েছে শুক্রবার। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। দীর্ঘ ১৮ বছর পর এবার সাফ শিরোপায় চোখ লাল-সবুজদের। টুর্নামেন্টের ফাইনালে খেলার স্বপ্ন নিয়েই মালদ্বীপে গেছেন জামাল ভূঁইয়ারা। শ্রীলঙ্কাকে হারিয়ে স্বপ্নপূরণে একধাপ এগিয়ে গেলেও আক্রমণভাগ নিয়ে নির্ভার নন জাতীয় দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন! ব্রিটিশ কোচ জেমি ডের বদলি হিসেবে অস্কার আনুষ্ঠানিকভাবে জামাল-তপু বর্মণদের দায়িত্ব বুঝে নেন ২২ সেপ্টেম্বর। এরপর এক সপ্তাহেরও কম সময়ের প্রস্তুতিতে দলকে নিয়ে তিনি গেছেন মালদ্বীপে। সাফের মতো বড় অ্যাসাইনমেন্ট দিয়ে শুরুটা তার প্রত্যাশা মতো হলেও তিনি চান দলের ফরোয়ার্ডরা সুযোগ যেন কম নষ্ট করেন।

প্রথম ম্যাচ জিতে অস্কার অবশ্যই খুশি, তবে ফরোয়ার্ডদের সুযোগ নষ্ট করার প্রবণতা ভাবিয়ে তুলেছে তাকে। যে কারণে দলের আক্রমণভাগ নিয়ে নির্ভার থাকতে পারছেন না তিনি। দলের আরও উন্নতি চাইছেন অস্কার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে শুক্রবার রাতে অস্কার ভিডিও বার্তায় বলেন, ‘আমি মনে করি ম্যাচে আমাদের পুরো নিয়ন্ত্রণ ছিল। আমরা চেয়েছিলাম সেন্ট্রাল এরিয়া এবং প্রতিপক্ষের অর্ধে আধিপত্য করতে। প্রথমার্ধে শ্রীলঙ্কা বেশ নিচে নেমে ডিফেন্ডিং করেছে। ওই সময় কিছু জায়গার নিয়ন্ত্রণ আমরা রাখতে পারছিলাম না। প্রথমার্ধের শেষ সময়ে বাঁ-দিকের উইং দিয়ে আমরা কিছু ভালো সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু তারপরও গোল পাইনি।’ তিনি যোগ করেন, ‘দ্বিতীয়ার্ধে ফরমেশন বদলে ৪-৪-২-এ খেলেছে আমার দল। লক্ষ্য ছিল যাতে রক্ষণ জমাট রাখা যায়। জুয়েল রানাকে তুলে সাদউদ্দিনকে নামানোটা বেশ কাজে দিয়েছিল। ম্যাচ শেষের দিকে যত ঘনিয়ে এসেছে, ওদের চেয়ে আমাদের খেলোয়াড়দের শারীরিক শক্তি এবং ধারাবাহিকতা আরও বৃদ্ধি পাচ্ছিল। আমাদের একটাই চিন্তার জায়গা, আর সেটা ফিনিশিং। তবে এটা পুরনো সমস্যা। আমার মনে হয় দ্বিতীয়ার্ধে ৫/৬টা সুযোগ তৈরি করেছি আমরা, কিন্তু কাজে লাগাতে পারিনি। সামনে এটা নিয়ে কাজ করতে হবে।’

জেমি’র রক্ষণাত্মক কৌশল থেকে বেরিয়ে অস্কারের হাত ধরে পাসিং ফুটবল খেলার চেষ্টা করেছেন মতিন মিয়া-সুমন রেজারা। তারপরেও দলের সমন্বয়টা আরও ভালো চাইছেন অস্কার,‘বাংলাদেশ খুব ভালো ফুটবল খেলতে পারে, ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে। আমি মনে করি, খেলোয়াড়দের মধ্যে দারুণ একটা সমন্বয় করতে পেরেছি। যদি আমাদের মধ্যে আরও বেশি বোঝাপড়া থাকতো, তাহলে শ্রীলঙ্কা ম্যাচের ফল আরও ভালো হতো।’ তপুর পেনাল্টি গোলে লাল-সবুজরা তিন পয়েন্ট পেয়েছে, এতে সন্তুষ্ট বাংলাদেশ কোচ। তবে অস্কার আবারও বললেন দলের খেলা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি, ‘তপুর গোলে আমরা তিন পয়েন্ট পেয়েছি, এটা সন্তুষ্টির দিক। যদি না জিততাম, তাহলে আমরা খেলার স্টাইল, ম্যাচ নিয়ন্ত্রণ এগুলো নিয়ে সন্তুষ্ট হতে পারতাম না। আবারও বলছি, দলের খেলা নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। কিন্তু মনে রাখতে হবে, সামর্থ্যরে উন্নতি করে পাওয়া সুযোগগুলোর অর্ধেক কাজে লাগাতে হবে।’

এদিকে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শনিবারই অনুশীলনে নামে বাংলাদেশ দল। দলের দুই খেলোয়াড় মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার রেজাউল করিম জ্বর থেকে সেরে উঠেছেন। সোহেল যোগ দিলেও রেজাউল এখনো অনুশীলনে যোগ দেননি। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টা) থেকে দুপুর ১২টা পর্যন্ত ফুটবল একাডেমি মালদ্বীপ (এফএএম) প্র্যাকটিস গ্রাউন্ডের টার্ফে অনুশীলনে ঘাম ঝরান জামাল ভূঁইয়া। তারা দুই ভাগে বিভক্ত হয়ে অনুশীলন করেন। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দলের ফুটবলাররা রিকভারি সেশনে এবং অন্যরা নিয়মিত প্রস্তুতিতে অংশ নেন। অনুশীলন শেষে জামাল-তপুরা আইস বাথ নেন। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ। এ ম্যাচের আগে রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত হেনভিরু ট্রেনিং পিচে অনুশীলন করবে লাল-সবুজরা। এর আগে দুপুর ১২টায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ অস্কার ব্রুজোন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ