মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তরখণ্ডের বাগেশ্বর জেলার ত্রিশুল পর্বত আরোহনের সময় তুষার ধসের কারণে নৌবাহিনীর পাঁচজন পর্বতারোহী এবং একজন সহকারী নিখোঁজ হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে। প্রায় পর্বতের চূড়ায় পৌঁছানোর পরই তারা দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।
ঘটনার পর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং (এনআইএম) এর প্রধান কর্নেল অমিত বিস্টের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে ঘটনা স্থলে যান। তবে আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।
ভারতীয় সেনা ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি উত্তরখÐ রাজ্যের দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এসডিআরএফ) একটি যৌথ দল হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। দেশটির নৌবাহিনীর অ্যাডভেঞ্চার শাখা এনআইএম কর্তৃপক্ষকে ঘটনাটি জানায় এবং তাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সাহায্য চায়।
ভারতীয় নৌবাহিনীর পর্বতারোহীদের ২০ সদস্যের একটি দল ১৫ দিন আগে সাত হাজার ১২০ মিটার উচ্চ মাউন্ট ত্রিশুল পর্বতে অভিযানে যায়। কিন্তু শুক্রবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই অঞ্চলে হিমবাহ আঘাত হানলে এ দুর্ঘটনা ঘটে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।