Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘ প্রায় ৮ বছর পর বগুড়া মহিলা আওয়ামীলীগের সম্মেলন

সভাপতি / সাঃসম্পাদক পদে প্রার্থী ১৯

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ৭:৪০ পিএম

৮ বছর পর শনিবার বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে ঘিরে দলীয় কার্যালয় সরগরম হয়ে উঠেছে। সম্মেলনে সভাপতি সাধারণ ও সম্পাদক পদে নতুন পুরাতন মুখের প্রতিদ্বন্দ্বিতার আভাষ পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন পরে সম্মেলন হওয়ায় আগামী কমিটিতে নতুন নেতৃত্বে নতুন মুখের দেখা মিলতে পারে বলে ধারনা করছেন অনেকেই।

এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ জনের নাম শোনা যাচ্ছে। বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির অনেকদিনের পরীক্ষিত নতুন মুখও এগিয়ে এসেছেন বড় দুই পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য।

বিভিন্ন সূত্র থেকে আগামী সম্মেলনে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, জেলার সহ-সভাপতি হাবিবা খাতুন ঝর্ণা, সাংগঠনিক সম্পাদক পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান হাছনা খাতুন, সোনাতলা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।

সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে, বর্তমান সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথি, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মহিলা কাউন্সিলর স্বপ্না চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাবেরাত ইসলাম মুন্নী, দপ্তর সম্পাদক নাজমা পারভীন, জেলার নেত্রী সাবিয়া সাবরিন পিংকি সরকার।

জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মহিলা কাউন্সিলর স্বপ্না চৌধুরী জানান, ২০১৪ সালে মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর প্রায় ৮ বছর পর আগামী ২ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকসহ অনেক নেত্রী আসছেন। অনেকদিন পর সম্মেলন হওয়ায় মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝেও উৎসব মুখর অবস্থা বিরাজ করছে। এবারের সম্মেলন সফল করতে সকল প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন সংগঠনকে গতিশীল করতে আগামী সম্মেলনে নতুন নেতৃত্বের আশা করছে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ