Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের বগুড়ায় করোনায় মৃত্যু, বেড়েছে শনাক্ত

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ৭:০৮ পিএম

করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ফের বগুড়ায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে ২৩৩নমুনায় ১০জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪ দশমিক ৫৩ শতাংশ। যা আগের দিন ছিল ২ দশমিক ৫৩ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তথ্যমতে, করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন- বগুড়া সদর উপজেলার সত্য রঞ্জন ঘোষ (৫৮)। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৮৫জনে দাঁড়ালো।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার মোট ২৩৩ নমুনার ফলাফল এসেছে। এতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০জন পজিটিভ ছিলেন। নতুন আক্রান্ত ১০ জনই সদরের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৫১৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৮০৯জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ