Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির থাকার হোটেলে ডাকাতি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ২:১৫ পিএম | আপডেট : ২:১৮ পিএম, ১ অক্টোবর, ২০২১

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর প্যারিসের রয়্যাল মোনাও হোটেলে উঠেন লিওনেল মেসি। শুধুমাত্র একদিনের জন্য এই হোটেলে মেসিকে গুণতে হচ্ছে ১৭ হাজার ইউরো। আর্জেন্টাইন কিংবদন্তি আসার আগে মাইকেল জ্যাকসন, ম্যাডোনার মত তারকারা এখানে থেকেছেন। ফলে নিরাপত্তার বিষয় নিয়ে এখানে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই।

তবে কঠোর নিরাপত্তায় বেষ্টিত এ হোটেলটিতে ঘটেছে ডাকাতির ঘটনা। ব্রিটিং সংবাদমাধ্যম দি সান জানিয়েছে ডাকাতরা রুম খালি পেয়ে হোটেলের চারটি রুমে তান্ডব চালিয়েছে। এর মধ্যে দুবাইয়ের একজন নারীর নগদ টাকা, স্বর্ণালঙ্কার নিয়ে গেছে মুখোধারী দুই ডাকাত।

এতে অবশ্য মেসির কোন ক্ষতি হয়নি। তবে হোটেলটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, কিভাবে এত নামী হোটেলে বাইরে থেকে মানুষ প্রবেশ করে আবার জিনিসপত্র নিয়ে বেরও হয়ে যায়। প্যারিসের পুলিশ জানিয়েছে এ ব্যপারটি নিয়ে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ