Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অরণ্য আনোয়ারের সিনেমায় পরীমনি, অর্ষার ক্ষোভ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:৫১ পিএম

প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনেক জনপ্রিয় নাটকের নির্মাতা অরণ্য আনোয়ার। ১৯৭১ সালে সাতমাস বয়সী এক মৃত শিশুকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করবেন তিনি। আর সেই সিনেমায় অভিনয় করবেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। অবাক করা বিষয় হচ্ছে এতে পরীমনিকে মায়ের চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে পরীমনির যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে অরণ্য আনোয়ার বলেন, সিনেমাটিতে পরীমনি চূড়ান্ত। তবে আগামী ডিসেম্বর পর্যন্ত পরীমনির কোনও সিডিউল ফাঁকা নেই। তাই জানুয়ারি থেকে পরীমনিকে নিয়ে মাঠে নামবেন। তিনি আরো বলেন, ‘এমন একটি চরিত্র পরীমনির জন্য খুবই চ্যালেঞ্জিং। কিন্তু আমাকে চরিত্রের জন্য তাকেই লাগতো। পরীও চ্যালেঞ্জটা নিয়েছে।’

পরীমনি বলেন, ‘ছবিটির গল্প আমার খুবই পছন্দ হয়েছে। এমন চরিত্রে আমার কাজ করা হয়নি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো। আশা করছি, নিজেকে ভাঙতে পারবো।’

এদিকে সিনেমাটিতে পরীমনির অভিনয়ের খবর গণমাধ্যমে প্রকাশের পর অরণ্য আনোয়ারকে নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়েন আরেক অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। এ লাক্স তারকা দাবি করেছেন, ‘তাকে জোর করে সিনেমায় অভিনয়ের জন্য রাজি করান অরণ্য। মিটিং করারও তারিখও চূড়ান্ত করেন। এরপর হুট করেই আজ তাকে না করে দেন টেকনিক্যাল কারণ দেখিয়ে৷’

নিজের পোস্টে অর্ষা লেখেন, ‘খুব সিনিয়র একজন পরিচালক, সবাই তাকে চেনেন। কিছুদিন আগে একটা সিনেমা করবেন বলে আমাকে নক করেন। তার ক্যারেক্টারটার জন্য আমাকেই লাগবে বলে জানান। আমি বললাম, এত হুট করে সিনেমার ডেট ম্যানেজ করা তো কঠিন। এরপর পরিচালক অনেক অনুরোধ করলে আমি রাজি হই। সব শিডিউল শাফল করি, ৩ দিন পর আমাদের মিটিং হবার কথা।

আজকে উনি আমাকে বলেন, টেকনিক্যাল ইস্যুর কারণে কাজটা হচ্ছে না, ডেট ক্যান্সেল করতে হচ্ছে। পরে ডেট মিলাতে পারলে উনি আমাকে নক করবেন। এই মেসেজটি পড়ার আগেই আমি নিউজ দেখলাম যে আমার পরিচালক গতকাল একজন জনপ্রিয় নায়িকাকে লক করেছেন তার সিনেমায়। হয়ে গেল না ব্যাপারটা হাস্যকর? আর শুটিং হবে জানুয়ারিতে কারণ এর আগে ওই নায়িকার ডেট ফাঁকা নেই। কাজ নাই হতে পারে কিন্তু মিথ্যা আর অসততা দিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না, তবুও শুভ কামনা আপনার অসততা আর প্রথম সিনেমার জন্য।’

যদিও অভিনেত্রী অর্ষা তার স্ট্যাটাসে পরীমনি কিংবা নির্মাতা অরণ্য আনোয়ারের নাম উল্লেখ করেননি, তবে শোবিজ সংশ্লিষ্ট কারোরই বিষয়টি বুঝতে অসুবিধা হচ্ছে না। কেননা, বৃহস্পতিবার দেশের গণমাধ্যমে কেবল ‘মা’ সিনেমার চুক্তি নিয়েই খবর প্রকাশিত হয়েছে।

অর্ষার এমন অভিযোগ নিয়ে যোগাযোগ করা হয় পরিচালক অরন্য আনোয়ার গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে বললে তো অনেক কিছুই বলা হবে। শুধু বলবো ছবিটি নিয়ে যখন অর্ষার সঙ্গে কথা হয় তখন এটাকে তেমন গুরুত্বপূর্ণ প্রজেক্ট মনে হয়নি তার। টাকা পারিশ্রমিক অগ্রিম দাবি করেছে। আরও অনেক বিষয় রয়েছে। তবে যখন পরীমনিকে চুক্তিবদ্ধ হওয়ার খবর পেয়েছে তখন তার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে।’

জানা গেছে, ‘মা‘ শিরোনামের এই সিনেমাটি প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। শিগগিরই জানানো হবে অন্য কলা-কুশলীদের নাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ