Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

আজ দেশের ৩৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘চোখ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১১:০৬ এএম

করোনাকালীন লকডাউনের কারণে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ ছিল। তবে কুরবানির ঈদ পরবর্তী কোভিড নীতিমালা শিথিলের পর দেশের সিনেমা হলগুলোও খুলে দিয়েছে সরকার। কিন্তু এরপরও নতুন কোনো সিনেমা মুক্তি দিচ্ছিলেন না প্রযোজক নির্মাতারা। আজ ‘চোখ’ শিরোনামের ছবির মাধ্যমে হলে ফিরছে নতুন ছবি। সারাদেশের ৩৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। নতুন এই ছবিটির মাধ্যমে বেশ কয়েকটি বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলও খুলছে বলে জানা গেছে। এমন খবর আশা জাগাচ্ছে সিনেমা হল মালিক থেকে শুরু করে সংশ্লিষ্ট কলাকুশলীদের।

এ প্রসঙ্গে ‘চোখ’ ছবিটির প্রযোজক সেলিম খান বলেন, ‘দেখুন, মুক্তির মিছিলে কিন্তু কয়েক ডজন সিনেমা রয়েছে। কিন্তু আমাদের সিনেমার বাজার তো খুব বেশি বড় না। তার ওপর করোনার কারণে বেশিরভাগ হল বন্ধ ছিল। তাই ইচ্ছে থাকলেও নতুন ছবির ঝুঁকি কেউ নিতে চায়নি। তবে দীর্ঘদিন পর হলে নতুন ছবি আসছে এবং বন্ধ হয়ে যাওয়া হল খোলার খবর অবশ্যই আমাদের আশা জাগানিয়া।’

জানা গেছে, ঢাকায় ‘চোখ’ প্রদর্শন হবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি শাখায়, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, চিত্রামহল, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, গীত, সৈনিক ক্লাব ও নিউ গুলশান প্রেক্ষাগৃহগুলোতে। আর ঢাকার বাইরে এটি দেখা যাবে সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা (সাভার), চলন্তিকা, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বর্ষা (গাজীপুর), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুন্সিগঞ্জ), নন্দিতা (সিলেট), রুনা, ঝংকার (নরসিংদী), সিনেমা প্যালেস, সুগন্ধা (চট্টগ্রাম), সঙ্গীতা, লিবার্টি (খুলনা), মণিহার (যশোর), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), পুরবী (ময়মনসিংহ), সত্যবতী (শেরপুর), শাপলা (রংপুর), পূর্বাশা (বগুড়া), মালঞ্চ, মাধবী, রাজিয়া (টাঙ্গাইল), মোহন (হবিগঞ্জ) ও তামান্না (সৈয়দপুর) হলগুলোতে।

আসিফ ইকবাল জুয়েল পরিচালিত হরর রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমা ‘চোখ’-এর প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন, শবনম বুবলী ও জিয়াউল রোশান। এছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জাহিদ ইসলাম প্রমুখ।

পরিচালক আসিফ ইকবাল জুয়েল বলেন, ‘এটা আমার প্রথম সিনেমা। আমরা নতুন একটা টিম কাজ করেছি এর জন্য। দর্শকের কাছে অনুরোধ, হলে গিয়ে ছবিটা দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’

চিত্রনায়ক নিরব বলেন, ‘দীর্ঘদিন পর হলে নতুন ছবি আসছে এটা সত্যি অনেক আনন্দের বিষয়। দর্শকরাও প্রায় দেড় বছর নতুন ছবির স্বাদ পায়নি। তারা নতুন ছবির জন্য মুখিয়ে আছেন। তাই আমার মনে হয়, দর্শকরা আবার হলমুখী হবেন। দর্শকদের বলবো হলে এসে ছবিটি দেখার জন্য।’

এ সিনেমার মাধ্যমেই এই প্রথম শাকিব খানের বাইরে অন্য কোনো নায়কের সঙ্গে বুবলীর ছবি মুক্তি পাচ্ছে। বুবলী বলেন, ‘অনেকদিন পর হলে নতুন ছবি মুক্তি শুরু হচ্ছে, সেটাও আবার আমার ছবির মাধ্যমে। এটা আমার জন্য বিশেষ পাওয়া। আশা করছি আমার নতুন এই ছবিটি দর্শকরা সাদরে গ্রহণ করবেন। অনেক সুন্দর একটি গল্পে ছবিটি নির্মিত হয়েছে। দীর্ঘদিন পর নতুন ছবি দেখার তৃষ্ণা মোটানোর পাশাপাশি দারুণ অনুভূতি নিয়ে দর্শকরা বাড়ি ফিরতে পারবেন।’

উল্লেখ্য, ‘চোখ’ তৈরি হয়েছে শাপলা মিডিয়ার ব্যানারে। ‘চোখ’-এর চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল। চলতি বছর শুরুর দিকে এ সিনেমার চিত্রায়ন শুরু হয়েছিল। টানা কাজ করে শেষ হয় এর দৃশ্যধারণ। শাপলা মিডিয়ার সূত্রে জানা গেছে, হলে মুক্তির পর অন্তর্জালেও মুক্তি পাবে সিনেমাটি। তাদের অ্যাপ ‘সিনেবাজ’-এ উন্মুক্ত করা হবে এটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ