Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের মেঘালয়ে ২১ যাত্রীকে নিয়ে নদীতে বাস, চালকসহ নিহত ৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ৮:২৯ এএম

ভারতের মেঘালয়ে ২১ জন যাত্রী নিয়ে একটি বাস নদীতে পড়ে গেছে। এ ঘটনায় চালকসহ অন্তত ৬ জন এরই মধ্যে নিহত হয়েছে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে পূর্ব গারো পাহাড় জেলায় দুর্ঘটনাটি ঘটেছে।
মেঘালয় রাজ্যের পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে নোংচ্রামে রিংদি নদীতে বাস পড়ে যায়। খবর পেয়ে সেখানে হাজির হয় উদ্ধারকারী দল। নদীর পানিতে ভাসমান অবস্থায় চার যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুই জনের মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে, চালক বাসের নিয়ন্ত্রণ হারানোর কারণে এই ঘটনা। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ