Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধুনটে স্কুল ছাত্রীদের ভিডিও ধারণ করে প্রচারের অভিযোগে গ্রেফতার ১

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৯:০০ পিএম

বগুড়ার ধুনট উপজেলার এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে বিনা অনুমতিতে টিকটক ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার প্রকাশ করায় খোকন (৩৮) নামে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা-বাহালগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত খোকন মিয়া ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বহালগাছা গ্রামের মৃত ফজর খানের ছেলে।

জানা গেছে, এক সন্তানের জনক খোকন মিয়া ডিস লাইনের ব্যবসা করেন। গত মঙ্গলবার পাঁচথুপি নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের কয়েক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে তাদের ভিডিও ধারণ করেন খোকন মিয়া।

এসময় ওই ছাত্রীরা ভিডিও ধারণের কারণ জানতে চাইলে খোকন তাদেরকে অশালীন ভাষায় কথা বলেন। এরপর খোকন ছাত্রীদের ধারণকৃত ভিডিওটি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রকাশ করে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অন্য সহপাঠীরা ভিডিওটি দেখে তাদেরকে তিরস্কার করলে তারা নিরুপায় হয়ে বিকেলে অভিভাবকদের সঙ্গে নিয়ে ধুনট থানায় মৌখিক অভিযোগ দেয়।
এদিকে ওই স্কুল ছাত্রীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ওই বখাটেকে আটক করতে অভিযান পরিচালনা করেন।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, স্কুল ছাত্রীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ