গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আগামীকাল শুক্রবার বা'দ জুমা জাতীয় প্রেসক্লাবে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী (রহ.), সাবেক আমির আল্লামা জুনাইদ বাবুনগরী (রহ.) ও মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী (রহ.) এর স্মরণে জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের আমির আল্লামা নুরুল ইসলাম জিহাদী। দোয়া মাহফিল যৌথ ভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী ও তাহাফফুজে খতমে নবুওয়ত এর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী। এতে বক্তব্য রাখবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ ও দেশের শীর্ষ উলামায়ে কেরাম। সংগঠনদ্বয়ের পক্ষ থেকে দেশের শীর্ষ এই আলেমদ্বয়ের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল করার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।