বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছয় বছর আগে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে সন্দ্বীপের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোজাম্মেল হক বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। দন্ডিতরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান, জামাল, আবদুর রহমান, আহসান উল্লাহ, আবদুর রহমান, আলতাফ হোসেন, মেহরাজ, মান্নান, আশরাফ, ফারুক ও ফুল মিয়া। তাদের মধ্যে আবদুর রহমান ও আশরাফ ছাড়া বাকি সবাই কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আইয়ুব খান জানিয়েছেন এই ১১ আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের জেলের আদেশ দেন আদালত। স্থানীয় বিরোধের জের ধরে ২০১৫ সালের ৩১ জুলাই সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের জেলে পাড়ার সামনে মনিরুল আলম নামে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে করে হত্যা করা হয়। তৎকালীন ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমানের নেতৃত্বে মনিরুলকে হত্যা করা হয় বলে পরে মামলার এজাহারে অভিযোগ করা হয়। এ মামলায় মোট ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।