প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথমবারের মতো জুটি বেঁধে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ। ‘মৃধা বনাম মৃধা’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করেছেন দুই শতাধিকের বেশি বিজ্ঞাপন নির্মাতা রনি ভৌমিক। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়। গত আগস্টের প্রথম সপ্তাহে দৃশ্যধারণের কাজ শেষ করেন এই নির্মাতা। সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির ডাবিংয়ের কাজ। শেষ দিনের ডাবিংয়ে অংশ নেন সিয়াম ও নোভা। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছর সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘আমার প্রথম সিনেমা হিসেবে কাজটি করতে গিয়ে কোনো ত্রুটি রাখতে চাই না। আমি অনেক খুঁতখুঁতে স্বভাবের মানুষ, যার কারণে সময় নিয়ে হলেও নিখুঁতভাবে সবকিছু শেষ করতে পছন্দ করি। তারপরও অনেক অল্প সময়েই কাজগুলো শেষ করতে পেরেছি, এজন্য অবশ্য পুরো ক্রেডিট আমার টিমের। সিয়ামের ডাবিংয়ের মধ্য দিয়েই এই অংশের কাজ শেষ বলা যায়। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। পোস্ট প্রোডাকশনের সব কাজ হচ্ছে ভারতে। সবকিছু ঠিক থাকলে এ বছরই পর্দায় আসবে সিনেমাটি।’
সিয়াম আহমেদ বলেন, ‘হাতে অন্য সিনেমার কাজ আছে, এদিকে নির্মাতা চলতি বছরই এই সিনেমা মুক্তি দিতে চান; তাই কষ্ট হলেও টানা সময় দিয়ে ডাবিংটা শেষ করে দিলাম। এখন বাকিটা পরিচালক তার পরিকল্পনা মতো শেষ করে লুক, ট্রেইলার দর্শকের সামনে আনবেন। আমি সিনেমাটি নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত। একটি পরিবারের গল্পের মাঝে বাবা-ছেলের সম্পর্ক এবং আরো অনেক বিষয় দর্শকরা দেখতে পাবেন। গল্পের সঙ্গে দর্শক নিজেকে যুক্ত করতে পারবেন। মনে হবে, এ তো আমারই গল্প!’
অন্যদিকে নোভা বলেন, ‘আমার কাছে মনে হয়, দর্শক যখন কোনো গল্পের সঙ্গে নিজেকে মেলাতে পারে তখনই তার কাছে সেটা বেশি ভালো লাগে। এই ছবিটাও ঠিক তেমনই, সবাই নিজেদের সঙ্গে কোথাও না কোথাও মিল খুঁজে পাবেন।’
টোস্টার প্রোডাকশন ও লেভেল থ্রি প্রযোজিত ‘মৃধা বনাম মৃধা’ শিরোনামের এ সিনেমাতে সিয়াম-নোভা ছাড়াও আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।