Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সার ভরসা মেম্ফিস ডিপাই

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৯ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আজ বেনেফিকার বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

বেনেফিকার বিপক্ষে বার্সা প্রথম দেখায় হারে। এরপর আরো ছয়টি ম্যাচ খেলে স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে বেনেফিকা। কিন্তু এরমধ্যে তিনটি ম্যাচে হারে। আর বাকি তিনটি ম্যাচ ড্র করে। তারা যে তিনটি ম্যাচে ড্র করে তার একটিতেও কোন গোল করতে পারেনি।

বেনেফিকার মাঠ স্তাদিও লুইজে বার্সা সর্বশেষ খেলে ২০১২ সালে। যেটিতে বার্সা জয় পায় ২-০ গোলে। বার্সা বেনেফিকার মাঠে গিয়ে যে শেষ তিনটি ম্যাচে খেলে তার মধ্যে মাত্র একটি গোল হজম করে।

মেসি পরবর্তী সময়ে বার্সার আস্থার জায়গা হলেন মেম্ফিস ডিপাই। সাবেক লিঁওর এ খেলোয়াড়ের বেনেফিকার বিপক্ষে রেকর্ডটা বেশ ভালো। ২০১৯-২০ মৌসুমে বেনেফিকার বিপক্ষে লিঁওর খেলোয়াড় হিসেবে দুটি ম্যাচেই গোল করেন তিনি। যদিও এ মৌসুমের উদ্বোধনী ম্যাচে নিজ ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে বার্সার হয়ে প্রথম ম্যাচটিতে তিনি কোন শটও করতে পারেননি। শুধু ডিপাই না পুরো বার্সা দলই বায়ার্নের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্স করে। এখন তারা চাইবে বেনেফিকার বিপক্ষে ম্যাচটিতে ঘুরে দাঁড়াতে। আর এক্ষেত্রে ডিপাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ