Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জি ফাইভে আসছে মোশাররফ করিমের ‘দ্য ব্রোকার’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ২:৫১ পিএম

‘দ্য ব্রোকার’ শিরোনামের নতুন ওয়েব ফিল্ম নিয়ে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। মুনতাহা বৃত্তার রচনায় ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সেখানে মোশাররফ করিমকে দেখা যাবে ব্রোকারের চরিত্রে। আগামী শুক্রবার (১ অক্টোবর) ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি । এরইমধ্যে জি ফাইভ গ্লোবালে মুক্তি পেয়েছে এর ট্রেলার।

এ প্রসঙ্গে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘জি ফাইভের এ কাজটি সবাই অনেক ইফোর্ট দিয়েছেন। একটি টিম হিসেবে কাজ করেছি। তাছাড়া আন্তর্জাতিকমানের প্লাটফর্মগুলো অনেক পেশাদার। তাদের সাথে কাজ করলে কাজের ইমপ্রুভমেন্ট হয় আবার বাইরের দর্শকের কাছে নিজেকে প্রমাণও করা যায়।’ তিনি আরো বলেন, ‘অর্ন্তজালে পোস্টার ও ট্রেলার অবমুক্ত হবার পর প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় দর্শকরাও অনুপ্রেরণা যোগাচ্ছেন দর্শকদের কাছে।’

‘দ্য ব্রোকার’ শিরোনামের ওয়েব ড্রামায় দেখা যাবে, অনেক কিছুই করার চেষ্টা করেন জামিল, কিন্তু কোনো কিছুতেই সুবিধা করতে পারেন না তিনি। শেষ পর্যন্ত জামিল আর তার এক ছোট ভাই ফ্ল্যাট ভাড়া, বিক্রিসহ এ ধরনের নানা দালালির সঙ্গে জড়িয়ে পড়েন। কিন্তু জামিল নিজেকে দালাল বলতে নারাজ, তিনি ব্রোকার বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। হঠাৎ জামিল জানতে পারেন তার মেয়ে দুর্লভ হৃদরোগে আক্রান্ত। সন্তানের এই অসুখ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এমন অবস্থায় নৈতিক সংকট এবং সিদ্ধান্ত গ্রহণের পরিণতিই ‘দ্য ব্রোকার’-এ প্রতিফলিত হয়েছে।

অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘সাধারণত আমি কাজ নিয়ে কখনো কথা বলি না, কারণ মনে হয় আমার কাজ নিজেই তার কথা বলে। আমি ‘দ্য ব্রোকার’-এর ট্রেলার দেখেছি এবং যেভাবে গল্পটি ফুটে উঠেছে তাতে আমি আনন্দিত। ‘দ্য ব্রোকার’ মূলত একজনের ইচ্ছের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া এবং তার পরিণতি ভোগ করার গল্প।’

অভিনেত্রী নাজিয়া হক অর্ষা বলেন, ‘গল্পটি আমার বেশ পছন্দ হয়েছে এবং এর অংশ হতে পেরে আমি আনন্দিত। জি ফাইভের সাথে এটাই আমার প্রথম কাজ এবং আমি খুবই উচ্ছসিত কারণ শুধু দেশে নয়, দেশের বাইরেও বাংলা ভাষা-ভাষী দর্শকেরা এই চমৎকার গল্পটি উপভোগ করবেন।’

‘দ্য ব্রোকার’-এ মোশাররফ করিম ও নাজিয়া হক অর্ষার সঙ্গে আরও অভিনয় করেছেন শহিদুল্লাহ সবুজ, মীর রাব্বি ও সাথি মাহমুদ। ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে বিনামূল্যে ওয়েব ফিল্মটি দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ