Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যতবেশি ভ্যাকসিন, ততবেশি পুরষ্কার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১:১৫ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০টি ক্লাবের কাছে চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে তারা জানিয়েছে যে ক্লাব সবচেয়ে বেশি খেলোয়াড়দের করোনা ভ্যাকসিন দিবে, তাদের ততবেশি পুরষ্কার দেয়া হবে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ক্লাবগুলোকে তাদের খেলোয়াড়দের ভ্যাকসিন দেয়ার জন্য অনুরোধ করেছিল। সব ক্লাব ভ্যাকসিন দেয়ার কাজ শুরুও করেছে। কিন্তু এটি চলছে ধীরগতিতে। তাই তারা যেন দ্রুত সব খেলোয়াড়দের ভ্যাকসিন দেয়ার কাজটি সম্পন্ন করে তাই পুরষ্কার দেয়ার ঘোষণা দিয়েছে লিগ কর্তৃপক্ষ।

প্রিমিয়ার লিগে খেলা চেলসির খেলোয়াড় অ্যানগোলো কান্তে সর্বশেষ ব্যক্তি হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছেন তিনি।

ভ্যাকসিন দিলে ক্লাবগুলোকে পুরষ্কার দেয়ার চিঠিটি প্রকাশ করেছে ডেইলি মেইল। সেই চিঠিতে লেখা আছে, 'আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী মাত্র সাতটি ক্লাব ৫০ ভাগের বেশি খেলোয়াড়কে ভ্যাকসিন নেয়াতে পেরেছে। তাই আমাদের এগিয়ে যাওয়ার একটি পথ দরকার। তাই আমরা চিন্তা করছি, যে ক্লাব/খেলোয়াড়রা ভ্যাকসিন নিয়েছেন তাদের কিভাবে পুরষ্কৃত করা যায়।'

'এটি পরিষ্কার, ভ্যাকসিন নেয়ার বিষয়টি সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বড় ইভেন্টগুলো আয়োজন করা ও বিদেশে খেলতে যাওয়ার জন্য অন্যতম বড় শর্ত থাকবে। এ শর্ত পূরণ করতে না পারলে বাধাগ্রস্ত হবে স্বাভাবিক কার্যক্রম।'

তাছাড়া ওই চিঠিতে বলা হয়েছে ভ্যাকসিন দেয়ার হারের উপর নির্ভর করে ক্লাব থেকে ক্লাবে নিয়ম শিথিল করা হবে। মানে সব সময় কঠোর নিয়ম মেনে খেলতে হবে না।

এদিকে বেশিরবভাগ ক্লাব ভ্যাকসিন দেয়ার ব্যাপরে উদাসিন থাকলেও লিডস, ব্রেন্টফোর্ড ও ওলভারহামটন তাদের প্রায় শতভাগ খেলোয়াড়কে ভ্যাকসিন দিয়ে দিয়েছে।

তবে কয়েকজন খেলোয়াড়ের ভ্যাকসিন নেয়া নিয়ে উদাসিনতা আছে। কান্তে করোনায় আক্রান্ত হওয়ার পর চেলসির কোচ টমাস টুখেলের কাছে জিজ্ঞেস করা হয়েছিল তিনি তার শির্ষ্যদের ভ্যাকিসন নিতে তাড়া দেবেন কি না?। এমন প্রশ্নের জবাবে টুখেল জানিয়েছেন দলের সবার বুঝ-জ্ঞান সব আছে, তাই কাউকে তিনি কোন কিছুর ব্যপারে জোর করবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ