মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস প্রতিরোধে টিকা না নেওয়ায় প্রায় ৬০০ জন কর্মীকে বরখাস্ত করছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলে বুধবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক।
বিবৃতির সঙ্গে যুক্ত থাকা একটি মেমোর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মার্কিন ওই বিমান সংস্থায় কর্মরত মোট কর্মীর তুলনায় ছাটাই হতে যাওয়া কর্মীদের সংখ্যা এক শতাংশেরও কম।
মঙ্গলবার দেওয়া ওই বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে, করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেওয়ার ব্যাপারে আমাদের যে প্রতিষ্ঠানিক বাধ্যবাধকতা রয়েছে, সেটি মানতে রাজি নন আমাদের ৫৯৩ জন কর্মী। আর তাই, তাদেরকে কোম্পানি থেকে ছাটাই করার প্রক্রিয়া আমরা শুরু করেছি।’
যুক্তরাষ্ট্রের অন্যতম একটি প্রধান বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। সংস্থাটির সদর দফতর শিকাগোতে অবস্থিত। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন রুটে আকাশপথে যাত্রীসেবা দিয়ে থাকে ইউনাইটেড।
স্পুটনিক বলছে, বিমান সংস্থাটি নিজেদের কর্মীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করলেও আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা ও সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মতো অন্যান্য মার্কিন বিমান সেবা সংস্থাগুলো তাদের কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করেনি। সূত্র : স্পুটনিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।