Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক জয়ে গলে গেছে তিক্ততার বরফ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৯ এএম

পার্ক দে প্রিন্সেসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে পিএসজি। এ ম্যাচটিতে মেসি তার নতুন ক্লাবের হয়ে প্রথম গোল করেছেন।

ম্যাচটিতে মেসির সঙ্গে এক-দুই করে পাস খেলেন এমবাপ্পে। এরপর গোল বারের কাছে গিয়ে এমবাপ্পের করা ব্যাকহিল পাস থেকে ডান দিকের কর্ণার দিয়ে বল জালে জড়ান মেসি।

এই ম্যাচ শেষে নেইমারের সঙ্গে এমবাপ্পের যে একটি ঝামেলা চলছিল, তার সবই চলে গেছে। এমনকি ম্যানসিটিকে হারানোর পর তিন মহাতারকা মিলে একটি ছবিও তুলেছেন।

ছবিটি পোস্ট করেছেন নেইমার তার ইনস্টাগ্রামে । এরমাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন নিজেদের মধ্যে আপাতত সকল ঝামেলা চুকে গেছে তাদের।

ম্যানসিটির বিপক্ষে নেইমার, এমবাপ্পে ও মেসি যে পারফরমেন্স দেখিয়েছেন সেটিকে বেশ গুরুত্বের সহকারী দেখেছে ইউরোপের অন্য ক্লাবগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ