Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুখবর দিলেন মডেল-উপস্থাপিকা বেনজির আঁখি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৪ এএম

প্রায় চার বছর ধরে শোবিজে অনিয়মিত মডেল ও উপস্থাপিকা বেনজীর ইশরাত আঁখি। বিয়ের পর থেকে স্বামীসহ যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি। সেখান থেকে দারুণ একটি সুখবর দিলেন বেনজীর। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে সুখবরটি জানিয়েছেন তিনি। সেখানে অনাগত সন্তান ও পরিবারের জন্যও সবার কাছে দোয়া চেয়েছেন বেনজির ইশরাত।

বেনজির আঁখি বলেন, ‘গত মে মাসের শেষদিকে বিষয়টি প্রথম টের পাই। প্রায়ই মনে হচ্ছিলো একটি অস্তিত্ব আমার শরীরে গড়ে উঠছে। স্বজনদের অনেকেই হয়তো কিছুটা আঁচ করতে পেরেছেন। কিন্তু আমি পরিবারের বাইরে তেমন কাউকেই জানাইনি। তাছাড়া বাবাকেও খুব স্বপ্ন দেখছিলাম সম্প্রতি। অবশেষে টেস্ট করানোর পর নিশ্চিত হলাম মা হতে যাচ্ছি। এ অনুভূতিটা আসলে বলে বোঝাতে পারবো না। বেশ নার্ভাসও আমি। বর্তমানে ঠান্ডায় ভুগছি। সবার কাছে দোয়া চাই।’

২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য প্রবাসী নাজমুল হাসান তারেককে বিয়ে করেন বেনজীর ইশরাত। পরে ওই বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যে উড়াল দেন তিনি। সেখান থেকে প্রায় সময়ই হাজির হন নিজের ইউটিউব চ্যানেলে। তবে গেল কয়েক মাস ধরে ইউটিউবেও ছিলেন নিরব। এ নিয়ে তার ভক্ত-অনুরাগীদের প্রশ্নের শেষ ছিলো না। অবশেষে জানা গেল হঠাৎ সবকিছু থেকে আড়ালে চলে যাওয়ার কারণ।

উল্লেখ্য, ২০০৫ সালে র‌্যাম্প মডেলিং দিয়ে শোবিজে পা রাখেন বেনজির। এরপর উপস্থাপনা করে প্রশংসিত হন। মডেল হিসেবে কাজ করেছেন বেশকিছু বিজ্ঞাপনেও। সর্বশেষ ২০১৭ সালে বৈশাখী টিভির ‘শুধু সিনেমার গান’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন বেনজির। এছাড়া তাকে গত বছর ভালোবাসা দিবসে ‘তোমার কাছে থাকতে দিও’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ